গরম পানির অস্তিত্ব ছিলো মঙ্গলগ্রহে, দাবি বিজ্ঞানীদের
- আপডেট সময় : ০১:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
মঙ্গলগ্রহে গরম পানির অস্তিস্ত্ব ছিলো বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। দীর্ঘদিন ধরে তারা জানার চেষ্টা করছেন মঙ্গলগ্রহের পরিবেশ কেমন ছিলো। সম্প্রতি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মঙ্গল গ্রহ থেকে ছিটকে পড়া উল্কাপিণ্ড এনডব্লিউ ৭০৩৪–এর নমুনা বিশ্লেষণ করে জানিয়েছেন, অতীতের কোনো এক সময়ে মঙ্গল গ্রহে গরম পানির উপস্থিতি ছিলো।
বিজ্ঞানীদের তথ্যমতে, ব্ল্যাকবিউটি নামে পরিচিত উল্কাপিণ্ডটি ২০১১ সালে সাহারা মরুভূমিতে পাওয়া গেছে। ৪৪৩ বছরের পুরোনো উল্কাপিণ্ডটি মহাজাগতিক কোনো সংঘর্ষের কারণে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছিটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্কাপিণ্ডের জিরকন নমুনা বিশ্লেষণ করে পানির রাসায়নিকের সন্ধান পাওয়া গেছে।
এই চিহ্ন ইঙ্গিত করে, মঙ্গল গ্রহে একসময় গরম পানির উপস্থিতি ছিলো। ভূতাপীয় বা হাইড্রোথার্মাল সিস্টেম জীবন বিকাশের জন্য অত্যাবশ্যক। পৃথিবীতে প্রাণের বিকাশের জন্য শুরুতে এই সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই পৃথিবীর মতো বাসযোগ্য পরিবেশ তৈরির প্রয়োজনীয় উপাদান মঙ্গল গ্রহের ভূত্বক গঠনের সময়ও ছিল বলে ধারণা করা হচ্ছে।
কার্টিনের স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেসের বিজ্ঞানী অ্যারন ক্যাভোসি বলেন, এই আবিষ্কার মঙ্গল গ্রহের প্রাথমিক হাইড্রোথার্মাল সিস্টেম সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে। এর মাধ্যমে মঙ্গল গ্রহ অতীতে বাসযোগ্য ছিলো কি না, তা বোঝার জন্য নতুন তথ্য পাওয়া যাবে। মঙ্গল গ্রহে গরম পানির প্রাথমিক প্রমাণ শনাক্ত করতে ন্যানো-স্কেল জিওকেমিস্ট্রি ব্যবহার করা হয়েছে।
এছাড়াও লোহা, অ্যালুমিনিয়াম, ইট্রিয়াম, সোডিয়ামসহ জিরকন কণার প্রয়োজনীয় উপাদান শনাক্ত করতে ন্যানো-স্কেল ইমেজিং ও স্পেকট্রোস্কোপি ব্যবহার করেন বিজ্ঞানীরা। এসব উপাদানের প্যাটার্ন থেকেই ধারণা করা যাচ্ছে, প্রথম দিকে ভূত্বকে পানির উপস্থিতি ছিলো লালচে রঙের এই গ্রহটিতে। (সূত্র: আর্থ ডট কম)