ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আগামী বছর ভোটের জন্য অপেক্ষা করছে বিএনপি: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী বছর ভোটের জন্য অপেক্ষা করছে তাঁর দল। তারেক রহমানের বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেই তিনি দেশে ফিরবেন।

আজ সোমবার সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, ২১ আগস্ট নিয়ে বিচারবিভাগ স্বাধীনভাবে রায় দিতে পেরেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য গায়েবি মামলা সৃষ্টি করা হয়েছে। আসামিদের তালিকায় তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগ করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের চরিত্র হলো তারা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়। এখন থেকে নতুন ধারার রাজনীতি শুরু করতে চায় বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, তাঁর বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। এই মামলাগুলো থেকে রিলিজ পেলেই তিনি দেশে ফিরবেন। এদেশের মানুষ রাজনৈতিক দলকে চায়। তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, সংস্কার রাজনৈতিক দলই করতে পারে, অন্তর্বর্তী সরকার নির্বাচন ছাড়া সব কথাই বলে। আগামী বছর নির্বাচন হওয়ার অপেক্ষা করছে বিএনপি, তারেক রহমানও দেশে ফিরবেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক উল্লেখ করে মেজর হাফিজ দাবি করেন, ‘তাদের সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ওপর বেশি নির্যাতন হয়, অথচ তারাই আমাদের দেশে উপদেশ দেয়, অনুরোধ করে যেন এটি না করে। ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি।’

নিউজটি শেয়ার করুন

আগামী বছর ভোটের জন্য অপেক্ষা করছে বিএনপি: মেজর হাফিজ

আপডেট সময় : ০৩:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী বছর ভোটের জন্য অপেক্ষা করছে তাঁর দল। তারেক রহমানের বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেই তিনি দেশে ফিরবেন।

আজ সোমবার সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, ২১ আগস্ট নিয়ে বিচারবিভাগ স্বাধীনভাবে রায় দিতে পেরেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য গায়েবি মামলা সৃষ্টি করা হয়েছে। আসামিদের তালিকায় তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগ করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের চরিত্র হলো তারা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়। এখন থেকে নতুন ধারার রাজনীতি শুরু করতে চায় বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, তাঁর বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। এই মামলাগুলো থেকে রিলিজ পেলেই তিনি দেশে ফিরবেন। এদেশের মানুষ রাজনৈতিক দলকে চায়। তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, সংস্কার রাজনৈতিক দলই করতে পারে, অন্তর্বর্তী সরকার নির্বাচন ছাড়া সব কথাই বলে। আগামী বছর নির্বাচন হওয়ার অপেক্ষা করছে বিএনপি, তারেক রহমানও দেশে ফিরবেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক উল্লেখ করে মেজর হাফিজ দাবি করেন, ‘তাদের সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ওপর বেশি নির্যাতন হয়, অথচ তারাই আমাদের দেশে উপদেশ দেয়, অনুরোধ করে যেন এটি না করে। ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি।’