ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিদ্রোহীদের হঠাতে সিরিয়ায় হামলা জোরদার করেছে রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৩৯১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ায় একের পর এক শহর দখল করে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো ও ইলদিব দখলের পর এবার হামার পথে এগিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে সিরীয় বাহিনীর পাশাপাশি রুশ বাহিনীও হামলা জোরদার করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার রুশ ও সিরীয় যুদ্ধবিমান ইদলিব শহরে হামলা চালিয়েছে। বিদ্রোহী অধ্যুষিত শহরটিতে অন্তত ৪০ লাখ মানুষ রয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গতকালের হামলায় অন্তত চারজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

তবে বেসামরিকদের ওপর হামলা করার কথা অস্বীকার করেছে সিরীয় ও রুশ বাহিনী। তাদের দাবি, তারা বিদ্রোহী গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

গত শুক্রবার ইদলিব দখলের ঘোষণা দেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। এরপর শনিবার থেকেই ইদলিব ও এর আশপাশের শহরগুলোতে হামলা চালাতে শুরু করে সিরীয় বাহিনী ও রুশ বাহিনী।

গতকাল সিরীয় সেনাবাহিনী জানায়, তারা বেশ কয়েকটি শহর পুনরুদ্ধার করতে পেরেছে। তবে তাদের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন।

গত ২৭ নভেম্বর থেকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তার অনুগত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী আলেপ্পো শহরে হামলা চালায়। এইচটিএসকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক ও অন্য দেশগুলো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।

নিউজটি শেয়ার করুন

বিদ্রোহীদের হঠাতে সিরিয়ায় হামলা জোরদার করেছে রাশিয়া

আপডেট সময় : ১২:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় একের পর এক শহর দখল করে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো ও ইলদিব দখলের পর এবার হামার পথে এগিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে সিরীয় বাহিনীর পাশাপাশি রুশ বাহিনীও হামলা জোরদার করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রোববার রুশ ও সিরীয় যুদ্ধবিমান ইদলিব শহরে হামলা চালিয়েছে। বিদ্রোহী অধ্যুষিত শহরটিতে অন্তত ৪০ লাখ মানুষ রয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গতকালের হামলায় অন্তত চারজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।

তবে বেসামরিকদের ওপর হামলা করার কথা অস্বীকার করেছে সিরীয় ও রুশ বাহিনী। তাদের দাবি, তারা বিদ্রোহী গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

গত শুক্রবার ইদলিব দখলের ঘোষণা দেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। এরপর শনিবার থেকেই ইদলিব ও এর আশপাশের শহরগুলোতে হামলা চালাতে শুরু করে সিরীয় বাহিনী ও রুশ বাহিনী।

গতকাল সিরীয় সেনাবাহিনী জানায়, তারা বেশ কয়েকটি শহর পুনরুদ্ধার করতে পেরেছে। তবে তাদের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন।

গত ২৭ নভেম্বর থেকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তার অনুগত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী আলেপ্পো শহরে হামলা চালায়। এইচটিএসকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক ও অন্য দেশগুলো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।