ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ আসিফ মাহমুদের
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ১১৯৯ বার পড়া হয়েছে
ভারতের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে সৈন্য পাঠিয়ে বাংলাদেশ ভারতকে সহায়তা করতে পারে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এসব বলেন উপদেষ্টা আসিফ।
এর আগে সকালে পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশনে হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জী। এছাড়া, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এই দুই ঘটনার পর এমন স্ট্যাটাস দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।