ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরিয়ায় রুশ বাহিনীর জেনারেল ‘বরখাস্ত’

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৩৮৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ায় রুশ বাহিনীর দায়িত্বে থাকা একজন জেনারেলকে ‘বরখাস্ত’ করেছে মস্কো। দেশটির ব্লগারদের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক যুগেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলা সিরিয়ায় সম্প্রতি নতুন করে সংঘাত দেখা দিয়েছে। গত ২৭ নভেম্বর থেকে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তার অনুগত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন করে হামলা শুরু করেছে এবং এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা দখল করে নিয়েছে।

এমন পরিস্থিতিতে সিরিয়ায় রুশ বাহিনীর অভিযানের দায়িত্বে থাকা জেনারেলকে বরখাস্তের খবর পাওয়া গেল। বরখাস্ত হওয়া জেনারেলের নাম সের্গেই কিসেল।

গতকাল রোববার টেলিগ্রাম চ্যানেল ‘রায়বার’–এ সের্গেই কিসেলকে বরখাস্ত হওয়ার খবর আসে। এই চ্যানেলটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ ছাড়া স্বল্প সময়ের জন্য তিনি রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধেও নেতৃত্ব দিয়েছিলেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে রাশিয়া। ভয়েনি ওসভেডোমিটেল (সামরিক তথ্যদাতা) নামের একটি ব্লগেও তাঁর বরখাস্তের খবরটি নিশ্চিত করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়ার জন্য তারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।

তবে রয়টার্স জানিয়েছে, তারা অসমর্থিত একটি সূত্রে জানতে পেরেছে, কিসেলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রুশ কর্নেল জেনারেল আলেকজান্ডার চাইকো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অনেক অদলবদল করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেসব বিষয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেনি রুশ সরকার।

এ দেকে রায়বার টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, সিরিয়ায় রুশ বাহিনীতে কিসেলের জায়গায় সের্গেই সুরোভিকিনকে বসানো হতে পারে। তিনি সিরিয়ায় নৃশংসতার জন্য ‘জেনারেল আর্মাগেডন’ উপাধি পেয়েছিলেন। স্বল্প সময়ের জন্য তিনি ইউক্রেন যুদ্ধের দায়িত্বেও ছিলেন।

২০১১ সাল থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে। মাঝে কয়েকবার সংঘর্ষ থামলেও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ কখনোই শেষ হয়নি। বাশারকে ক্ষমতায় রাখতে বাশার বাহিনীকে শুরু থেকেই সৈন্য ও অন্যান্য সামরিক সহায়তা দিয়ে পাশে রয়েছে রাশিয়া ও ইরান।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ায় রুশ বাহিনীর জেনারেল ‘বরখাস্ত’

আপডেট সময় : ০২:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ায় রুশ বাহিনীর দায়িত্বে থাকা একজন জেনারেলকে ‘বরখাস্ত’ করেছে মস্কো। দেশটির ব্লগারদের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক যুগেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলা সিরিয়ায় সম্প্রতি নতুন করে সংঘাত দেখা দিয়েছে। গত ২৭ নভেম্বর থেকে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তার অনুগত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন করে হামলা শুরু করেছে এবং এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা দখল করে নিয়েছে।

এমন পরিস্থিতিতে সিরিয়ায় রুশ বাহিনীর অভিযানের দায়িত্বে থাকা জেনারেলকে বরখাস্তের খবর পাওয়া গেল। বরখাস্ত হওয়া জেনারেলের নাম সের্গেই কিসেল।

গতকাল রোববার টেলিগ্রাম চ্যানেল ‘রায়বার’–এ সের্গেই কিসেলকে বরখাস্ত হওয়ার খবর আসে। এই চ্যানেলটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ ছাড়া স্বল্প সময়ের জন্য তিনি রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধেও নেতৃত্ব দিয়েছিলেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে রাশিয়া। ভয়েনি ওসভেডোমিটেল (সামরিক তথ্যদাতা) নামের একটি ব্লগেও তাঁর বরখাস্তের খবরটি নিশ্চিত করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়ার জন্য তারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।

তবে রয়টার্স জানিয়েছে, তারা অসমর্থিত একটি সূত্রে জানতে পেরেছে, কিসেলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রুশ কর্নেল জেনারেল আলেকজান্ডার চাইকো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অনেক অদলবদল করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেসব বিষয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেনি রুশ সরকার।

এ দেকে রায়বার টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, সিরিয়ায় রুশ বাহিনীতে কিসেলের জায়গায় সের্গেই সুরোভিকিনকে বসানো হতে পারে। তিনি সিরিয়ায় নৃশংসতার জন্য ‘জেনারেল আর্মাগেডন’ উপাধি পেয়েছিলেন। স্বল্প সময়ের জন্য তিনি ইউক্রেন যুদ্ধের দায়িত্বেও ছিলেন।

২০১১ সাল থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে। মাঝে কয়েকবার সংঘর্ষ থামলেও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ কখনোই শেষ হয়নি। বাশারকে ক্ষমতায় রাখতে বাশার বাহিনীকে শুরু থেকেই সৈন্য ও অন্যান্য সামরিক সহায়তা দিয়ে পাশে রয়েছে রাশিয়া ও ইরান।