ট্রাম্প-ট্রুডোর বৈঠক ‘খুবই ফলপ্রসূ’

- আপডেট সময় : ১২:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে

সীমান্ত ও বাণিজ্যসহ জ্বালানি ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন তিনি মারে-এ-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে নৈশ্যভোজেও অংশ নেন।
ট্রুথ সোশ্যাল মিডিয়ায় বৈঠক সম্পর্কে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। অভিবাসন ও মাদক পাচার ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে একসাথে কাজ করার প্রতিশ্র“তি দেন জাস্টিন ট্রুডো। যেগুলো নিয়ে উভয় দেশকেই কাজ করতে হবে সেগুলো হলো মাদক সমস্যা, অবৈধ অভিবাসী এবং বৈধ বাণিজ্য চুক্তি।
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, কানাডিয়ান পণ্যের ওপর ট্রাম্পের পূর্বঘোষিত ২৫ শতাংশ শুল্কারোপ ঠেকাতেই সাক্ষাৎ করেছেন ট্রুডো। এর আগে, কানাডা ও মেক্সিকান পণ্যের ২৫ শতাংশসহ চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প।
আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্প। এরপরই তিনি কানাডা ও মেক্সিকোর আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এ ঘোষণা দেয়ার পরই এক প্রকার গোপনীয়তা অবলম্বন করে শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেছেন ট্রুডো।
শনিবার এক্স পোস্টে ট্রুডো জানিয়েছের, ট্রাম্পে সঙ্গে কাজ করতে তিনি অপেক্ষায় রয়েছেন। এছাড়া নৈশ্যভোজের জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তবে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।