ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি-জামায়াত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের। তবে গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের দিনক্ষণ ও রাষ্ট্র সংস্কারের কিছু বিষয়টি ভিন্ন অবস্থানে দল দুটি।

আগামী নির্বাচনে কোনো জোট নয়, এককভাবে ভোটে যাওয়ার কথাও জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। দলটি চাইছে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে আলাদা লড়াই। আর ভোটের সময় হলে জামায়াতকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে বিএনপি।

তবে নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানে থাকা দল দুটির নেতারা ভাবছেন, দেশের স্বার্থে যেকোনো সময় রাজনৈতিক সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন।

বিএনপি নেতারা বলছেন, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হলে ভোটের মাধ্যমে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ হবে। জাতীয় ঐকমত্যের সরকার গঠনেই বেশি আগ্রহ তাদের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জামায়াত নেতারা যদি আলাদা করে নির্বাচনে আসতে চায় তাহলে তাঁদের স্বাগত। তবে আমরা খুশি হব যদি আমাদের সঙ্গে মিলে জোট হয়ে তারা নির্বাচন করে। কেননা এই মুহূর্তে একটি জাতীয় ঐক্য প্রয়োজন। আমাদের শীর্ষ নেতা তারেক রহমানও চান একটি জাতীয় সরকার গঠন করতে। সব দল মিলে থাকলে স্বৈরাচারের ফিরে আসার সুযোগ বিলীন হয়ে যায়।’

জামায়াত বিএনপির সঙ্গে জোটে আসবে—এই আশা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আশা করব, জামায়াত আমাদের সাথে নির্বাচন করবে, না করলেও কোনো সমস্যা নেই। এতে করে জামায়াতের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো তিক্ততা আসবে না।’

জামায়াত নেতারা বলছেন, ভোট নিয়ে আলাদা চিন্তা থাকলেও সুসম্পর্ক থাকবে বিএনপির সঙ্গে।

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের জোটগত সম্পর্ক একসময় ছিল। এখন জোট নেই। প্রত্যেকে নিজেদের মতো করে রাজনৈতিক ও দলীয় কার্যক্রম চালাচ্ছে। দলের যেমন ভিন্নতা আছে, তেমন মতের ভিন্নতাও থাকবে। আমাদের সম্পর্কের দূরত্ব নেই। আদর্শিক ভিন্নতা আছে, মতের ভিন্নতা আছে।’

জাতীয় নির্বাচন যত দ্রুত হবে, ততই দেশের জন্য মঙ্গল বলেও মত বিএনপি-জামায়াত নেতাদের।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি-জামায়াত

আপডেট সময় : ১২:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের। তবে গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের দিনক্ষণ ও রাষ্ট্র সংস্কারের কিছু বিষয়টি ভিন্ন অবস্থানে দল দুটি।

আগামী নির্বাচনে কোনো জোট নয়, এককভাবে ভোটে যাওয়ার কথাও জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। দলটি চাইছে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে আলাদা লড়াই। আর ভোটের সময় হলে জামায়াতকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে বিএনপি।

তবে নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানে থাকা দল দুটির নেতারা ভাবছেন, দেশের স্বার্থে যেকোনো সময় রাজনৈতিক সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন।

বিএনপি নেতারা বলছেন, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হলে ভোটের মাধ্যমে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ হবে। জাতীয় ঐকমত্যের সরকার গঠনেই বেশি আগ্রহ তাদের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জামায়াত নেতারা যদি আলাদা করে নির্বাচনে আসতে চায় তাহলে তাঁদের স্বাগত। তবে আমরা খুশি হব যদি আমাদের সঙ্গে মিলে জোট হয়ে তারা নির্বাচন করে। কেননা এই মুহূর্তে একটি জাতীয় ঐক্য প্রয়োজন। আমাদের শীর্ষ নেতা তারেক রহমানও চান একটি জাতীয় সরকার গঠন করতে। সব দল মিলে থাকলে স্বৈরাচারের ফিরে আসার সুযোগ বিলীন হয়ে যায়।’

জামায়াত বিএনপির সঙ্গে জোটে আসবে—এই আশা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আশা করব, জামায়াত আমাদের সাথে নির্বাচন করবে, না করলেও কোনো সমস্যা নেই। এতে করে জামায়াতের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো তিক্ততা আসবে না।’

জামায়াত নেতারা বলছেন, ভোট নিয়ে আলাদা চিন্তা থাকলেও সুসম্পর্ক থাকবে বিএনপির সঙ্গে।

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের জোটগত সম্পর্ক একসময় ছিল। এখন জোট নেই। প্রত্যেকে নিজেদের মতো করে রাজনৈতিক ও দলীয় কার্যক্রম চালাচ্ছে। দলের যেমন ভিন্নতা আছে, তেমন মতের ভিন্নতাও থাকবে। আমাদের সম্পর্কের দূরত্ব নেই। আদর্শিক ভিন্নতা আছে, মতের ভিন্নতা আছে।’

জাতীয় নির্বাচন যত দ্রুত হবে, ততই দেশের জন্য মঙ্গল বলেও মত বিএনপি-জামায়াত নেতাদের।