ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান
- আপডেট সময় : ১১:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৪১১ বার পড়া হয়েছে
আগামীকে ভোটের মাধ্যমে সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দলের প্রশিক্ষণ বিষয়ক কমিটি। সেখানে ৩১ দফা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘ফ্যামিলি কার্ড যেটা, ফ্যামিলি কার্ড বলতে অনেকেই বোঝেন যে রাষ্ট্র থেকে হয়ত সব দেবে। রাষ্ট্র থেকে তো সব দেওয়া সম্ভব না। পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। ফ্যামিলি কার্ডটা আমরা ইউনিভার্সেল রাখব। আপনারা এখানে যারা আছেন, প্রত্যেকের পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। একজন কৃষকের পরিবার পাবেন, একজন ইমাম সাহেব পাবেন, মুদি দোকানদার পাবেন, প্রাথমিকের শিক্ষক পাবেন, ডিসি–ইউএনও বা এসপি পাবেন। সবাই পাবেন। যার প্রয়োজন সে নেবে, যার লাগবে না নেবে না। কিন্তু থাকবে সবার জন্য।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এদেশে (যুক্তরাজ্য) যেমন চাইল্ড বেনিফিট আছে। এটা প্রত্যেকটা মানুষের জন্য যাদের ছোট বাচ্চা আছে, ১২ বছরের কম বয়সী। এটা এদেশের প্রধানমন্ত্রীও দাবি করতে পারেন যদি তার ১২ বছরের কম বয়সী শিশু থাকে। ফ্যামিলি কার্ডটা আমরা দেবো প্রত্যেক পরিবারে যিনি মা বা স্ত্রী থাকবেন, তার নামে। বাবা বা স্বামীর নামে দেবো না।’
এ সময় তিনি মন্তব্য করেন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার অর্জন না হলে কোনো সংস্কার সফল হবে না। এ সময় আগামী দিনে বাংলাদেশের জন্য কি কি নতুন পদক্ষেপ নেবেন সে বিষয়ে ধারণা দেন।
আগামীতে ক্ষমতায় এলে দুর্নীতি দমন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাবেন বলেও জানান তারেক রহমান। এসময় মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।