জাকেরের ৬২, বাকিদের ৯, তাতেই উইন্ডিজের লক্ষ্য ২৮৭
- আপডেট সময় : ১১:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
গতকাল মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দীপু ভিত্তি গড়ে দিয়েছিলেন। ৫ উইকেটে ১৯৩ রানে দিন শেষ করেছিল বাংলাদেশ। তাতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছিল ২১১। স্যাবাইনা পার্কে এত রান তাড়া করে শুধু একবার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ জাকের আলী অনিকের কাজটা ছিল লিড যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার। অন্য-প্রান্তে একটু সাহায্য দরকার ছিল তাঁর। কিন্তু কোনো সাহায্যই বলতে গেলে পাননি। কিন্তু জাকেরের সে সাহায্যও দরকার হয়নি। প্রায় একাই লড়েছেন। ছক্কা মারতে গিয়ে নার্ভাস নাইন্টিজে আউট হলেও বাংলাদেশকে ২৮৬ রানের লিড এনে দিয়েছেন।
গতকাল ২৯ রানে অপরাজিত জাকের স্বাভাবিকভাবেই শুরু করেছিলেন। অন্যদিকে তাইজুল গতকাল অপরাজিত ছিলেন ৯ রানে। কিন্তু তাইজুল খুব বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ রানেই ফিরে গেছেন তিনি। তক্ষণে আগের দিনের সঙ্গে মাত্র ১৪ রান যোগ হয়েছে বাংলাদেশের ইনিংসে।
মুমিনুল হক নেমে শূন্য হাতেই ফিরেছেন। উপায় না দেখে আগ্রাসী হয়ে ওঠেন জাকের। হাসান মাহমুদের সঙ্গে তাঁর অষ্টম উইকেট জুটিতে ৩২ রান এসেছে মাত্র ২৭ বলে। এর মধ্যে ১২ বলে ৩ রান করে অবদান রেখেছেন হাসান। তাসকিনও ফিরে গেছেন ০ রানে।
শেষ উইকেটে নাহিদ রানাকে নিয়েও ২২ রান এনে দিয়েছেন জাকের। নিজের ষষ্ঠ ছক্কা মারতে গিয়ে যখন আউট হয়েছেন, নামের পাশে ৯১ রান। ১০৬ বলের ইনিংসে ৮টি চারও ছিল। আজ বাংলাদেশের ৭৫ রানের মধ্যে জাকের একাই নিয়েছেন ৬২ রান। ৪ রান এসেছে অতিরিক্ত থেকে। বাকি পাঁচ ব্যাটসম্যান নিয়েছেন ৯ রান।