নওগাঁয়ে সড়কে ঝরলো ৩ প্রাণ
- আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৭৫ বার পড়া হয়েছে
নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার সহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এবং ভোর ৫টায় মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রাণীপুকুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামের সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। তবে হেলপারের পরিচয় মেলেনি।
এদিকে বিদ্যুৎ সমিতির সামনে নিহত ওই ব্যাক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রাতে খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার নিহত হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে চালকের নাম পরিচয় পাওয়া গেলেও হেলাপারের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।