পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনো দিন ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (তেষরা ডিসেম্বর) দুপুরে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই। বাংলাদেশকে এভাবে হেনস্থা করতে থাকলে মনে রাখবেন এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশপাশে থাকা ছোটখাটো দেশ নয়।
এসময় কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রশাসন ও জনগণের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, অন্য ধর্মাবলম্বীরা এদেশেরই নাগরিক। সরকার তাদের ভালো মন্দের দেখভাল করছে। ভুল তথ্য না ছড়াতে সকলের প্রতি আহবান জানান এম সাখাওয়াত হোসেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার রাকিব রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।