আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে: আমান
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৪১২ বার পড়া হয়েছে
নির্বাচনে মধ্য দিয়ে আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী বিএনপি নেতা আমান উল্লাহ আমান। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন বরতলা মাঠে যুবদলের কর্মী সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে সারাদেশে হামলা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, সাম্প্রদাতিক সম্প্রীতি নষ্টের চেষ্টা হচ্ছে, তারই প্রতিফলন ভারতে বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে।
এছাড়া আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তিনি। সভায় বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।