রাজনৈতিক দলগুলোকে সড়কে সভা-সমাবেশ না করার অনুরোধ ডিএমপির
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশের হারানো সুনাম ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পুলিশ ছাড়া সত্যিকারের টেকসই নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সম্মিলিত উদ্যোগ নিতে হবে, যেখানে সর্বাত্মক সহযোগিতা করবে পুলিশ।
সভায় তিনি আরও বলেন, একেবারে বন্ধ করে নয়, শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। সড়কে কোনো ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ না করতে রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করেন তিনি।
জানান, রাজধানীতে সভাসমাবেশের নির্দিষ্ট স্থান নির্ধারণের কাজ করছে ডিএমপি। ডিএমপির প্রতিটি থানা এলাকায় নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।