ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পঞ্চগড়ে বিজেপি নেতা শুভেন্দু ও চিন্ময় দাসের কুশপুত্তলিকা দাহ

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৪৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় আগ্রাসন, ত্রিপুরাতে বাংলাদেশের হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যার পর জেলা শহরের বকুলতলা এলাকার দলীয় কার্যালয় বিক্ষোভ মিছিল নিয়ে চৌরঙ্গী মোড়ে পৌঁছে কুশপুত্তলিকা দাহ করেন তারা। এসময় বিক্ষোভ মিছিলও করেছেন তারা।

মিছিল শেষে নেতারা বলেন, ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করা হয়। এছাড়া ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী সংগঠন বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে। জাতীয় পতাকা পোড়ানোর হয়। তারা এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

বিক্ষোভ মিছিলে জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বক্তব্য রাখেন। এতে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে বিজেপি নেতা শুভেন্দু ও চিন্ময় দাসের কুশপুত্তলিকা দাহ

আপডেট সময় : ১১:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ভারতীয় আগ্রাসন, ত্রিপুরাতে বাংলাদেশের হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যার পর জেলা শহরের বকুলতলা এলাকার দলীয় কার্যালয় বিক্ষোভ মিছিল নিয়ে চৌরঙ্গী মোড়ে পৌঁছে কুশপুত্তলিকা দাহ করেন তারা। এসময় বিক্ষোভ মিছিলও করেছেন তারা।

মিছিল শেষে নেতারা বলেন, ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করা হয়। এছাড়া ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী সংগঠন বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে। জাতীয় পতাকা পোড়ানোর হয়। তারা এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

বিক্ষোভ মিছিলে জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বক্তব্য রাখেন। এতে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।