খালেদা জিয়ার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও দলের ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।
সাক্ষাতকালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন চীনের রাষ্ট্রদূত। তবে বৈঠকের আলোচনা সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটে সাক্ষাৎ শেষে রাত ৮টা ৫০ মিনিট বের হয়ে যান চীনের রাষ্ট্রদূত। এছাড়া চীনের পক্ষে থেকে খালেদা জিয়াকে একটি চীনের ঐতিহ্য দেয়াল চিত্র উপহার দেওয়া হয়।
এরআগে খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার, সৌদি আরবের রাষ্ট্রদূত ও পাকিস্তানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।