তাইজুলের ঘূর্ণিতে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ জয়
- আপডেট সময় : ০১:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
টাইগার বোলারদের নৈপূণ্যে জ্যামাইকার কিংস্টন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০১ রানের জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের ফলে দুই টেস্টে সিরিজে ১-১ এ সমতায় সিরিজ শেষ করলো মেহেদি হাসান মিরাজরা।
ব্যাটারদের নৈপূণ্যে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের ২৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেওয়ার পর, টাইগার বোলাররা তাদের কাজটা ঠিক মতোই করেন। তাইজুলের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের ব্যাটিং স্তম্ভ ধ্বসে পড়েছে। দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নিয়েছেন ৫টি উইকেট। তার সঙ্গে যুক্ত হয়ে তাসকিন শিকার করেছেন দুই উইকেট।
এরআগে সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে শেষ টেস্টে বোলারদের কল্যাণে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর তৃতীয় দিন শেষে টাইগাররা ব্যাটিংয়ে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। ৫ উইকেটে ১৯৩ রানে দিন শেষ করা সফরকারী দলটি মঙ্গলবার তুলেছে ৭৫ রান। ২৬৮ রানের এই পুঁজির সঙ্গে প্রথম ইনিংসের ১৮ রানের লিড মিলিয়ে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় টইগাররা।
আগেরদিন ২৯ রানে অপরাজিত থাকা জাকের ব্যক্তিগত ইনিংসকে টেনে নিয়ে গেছেন ৯১ পর্যন্ত। দলের প্রয়োজনে যেমন তিনি দেখেশুনে রক্ষণাত্মক মনোভাব দেখিয়েছেন, তেমনি প্রয়োজনে চার-ছক্কায় সীমানাছাড়া করেছেন অনেকবার। ১০৬ বলের ইনিংসে ৮টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই তরুণ ব্যাটার।
এই ভেন্যুতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১২ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে উইন্ডিজদের। ব্রায়ান লারার নেতৃত্বাধীন দল ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিতেছিল। তারচেয়ে আরও ৭৫ রান বেশি লক্ষ্য পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। ফলে সেটি অনেকটা অসম্ভবই ছিলো ! জাকের ছাড়া বাংলাদেশের পক্ষে তৃতীয় দিন ফিফটির পথে থেকেও আক্ষেপে পুড়েছেন সাদমান ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। সাদমান ৪৬ ও মিরাজ আউট হন ৪২ রানে।