ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তারা গণঅভ্যুত্থানকে মুছে ফেলতে অপপ্রচারে লিপ্ত, ঐক্যের আহ্বান ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতকে উদ্দেশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তারা গণঅভ্যুত্থানের গৌরব মুছে ফেলতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

নতুন বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের এখন বিশ্বকে দেখাতে হবে, আমরা ঐক্যবদ্ধভাবে নতুন স্বাধীনতা অর্জন করেছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন আমাদের পুরো বিশ্বকে বলতে হবে যে, আমরা ঐক্যবদ্ধ। আমরা যা পেয়েছি, তা একসঙ্গে অর্জন করেছি। যারা আমাদের বুক চেপে ধরেছিল, তাদের আমরা জোর করে বের করে দিয়েছি। আমরা নিজেদের মুক্ত করেছি। আমাদের একসঙ্গে বিশ্বের সামনে এটি দেখাতে হবে।’

ড. ইউনূস বলেন, ‘অনেকেই আমাদের স্বাধীনতা পছন্দ করে না। গণ-অভ্যুত্থানকে ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তারা দেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করছে। আমরা যে বাংলাদেশ গড়তে চাইছি সেটাকে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘তারা প্রতিনিয়ত বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে। তারা গণঅভ্যুত্থান পছন্দ করে না এবং এটিকে মুছে ফেলতে চায়। তারা এতটাই শক্তিশালী যে তারা মানুষকেও প্রভাবিত করতে পারে। এসব ষড়যন্ত্র থেকে নিজেদের রক্ষা করতে হলে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমাদের বিশ্বকে দেখাতে হবে যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের স্বাধীনতা অর্জন করেছি।’

সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে চলমান বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে আজ বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চসহ ১২ দলীয় জোটের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন তিনি।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব বৈঠক থেকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

তারা গণঅভ্যুত্থানকে মুছে ফেলতে অপপ্রচারে লিপ্ত, ঐক্যের আহ্বান ড. ইউনূসের

আপডেট সময় : ১১:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ভারতকে উদ্দেশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তারা গণঅভ্যুত্থানের গৌরব মুছে ফেলতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

নতুন বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের এখন বিশ্বকে দেখাতে হবে, আমরা ঐক্যবদ্ধভাবে নতুন স্বাধীনতা অর্জন করেছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন আমাদের পুরো বিশ্বকে বলতে হবে যে, আমরা ঐক্যবদ্ধ। আমরা যা পেয়েছি, তা একসঙ্গে অর্জন করেছি। যারা আমাদের বুক চেপে ধরেছিল, তাদের আমরা জোর করে বের করে দিয়েছি। আমরা নিজেদের মুক্ত করেছি। আমাদের একসঙ্গে বিশ্বের সামনে এটি দেখাতে হবে।’

ড. ইউনূস বলেন, ‘অনেকেই আমাদের স্বাধীনতা পছন্দ করে না। গণ-অভ্যুত্থানকে ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তারা দেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করছে। আমরা যে বাংলাদেশ গড়তে চাইছি সেটাকে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘তারা প্রতিনিয়ত বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে। তারা গণঅভ্যুত্থান পছন্দ করে না এবং এটিকে মুছে ফেলতে চায়। তারা এতটাই শক্তিশালী যে তারা মানুষকেও প্রভাবিত করতে পারে। এসব ষড়যন্ত্র থেকে নিজেদের রক্ষা করতে হলে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমাদের বিশ্বকে দেখাতে হবে যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের স্বাধীনতা অর্জন করেছি।’

সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে চলমান বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে আজ বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চসহ ১২ দলীয় জোটের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন তিনি।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব বৈঠক থেকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে ধারণা করা হচ্ছে।