ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশের বাইরে প্রথম ম্যাচসেরা তাইজুল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৪১৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্ট ক্রিকেট তাইজুল ইসলাম খেলছেন দীর্ঘ ১০ বছর ধরে। লম্বা এই সময়ে অভিজ্ঞতার ঝুলিও তার বেশ পূর্ণ। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

অভিজ্ঞতায় স্বয়ংসম্পূর্ণ হওয়াতে তাইজুলের ওপর দলের প্রত্যাশার পারদও বেশিই থাকে। ১০১ রানে জেতা জ্যামাইকা টেস্টেও এর ব্যতিক্রম ছিল না। ইনিংসে ১৫তম বার নিয়েছেন পাঁচ উইকেট, দেশের বাইরে পঞ্চমবার। এবারের ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ম্যাচ জেতানো বোলিং ফিগার নিয়ে তাইজুল হাসছেন তৃপ্তির হাসি। দলের চাওয়া পূরণ করতে পেরে খুশি।

ওয়েস্ট ইন্ডিজের সামনে শেষ ইনিংসে লক্ষ্য ছিল মোটামুটি বড়। এরপর দল তাকিয়ে ছিল তাইজুল ইসলামের দিকে। দলের সেই দাবি অনুভব করতে পারছিলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। সেভাবেই তিনি নিজেকে মেলে ধরলেন স্যাবাইনা পার্কের ২২ গজে। ব্যস, দলকে জিতিয়ে ম্যাচ সেরা তিনিই!

জ্যামাইকা টেস্টের শেষ ইনিংসে মঙ্গলবার দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৫ উইকেট শিকার করেন তাইজুল। টেসট ক্যারিয়ারে পঞ্চদশবার পেলেন তিনি এই স্বাদ।

ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৩০ মিনিট ক্রিজে কাটান তিনি, দ্বিতীয় ইনিংসে ৮০ মিনিট। বড় ইনিংস খেলতে পারেননি। তবে ৬৬ বলে ১৬ ও ৫০ বলে ১৪ রানের ইনিংসটি দুটি ম্যাচের প্রেক্ষাপটে ছিল মূল্যবান। ম্যাচ সেরায় তাকে বেছে নেওয়া কারণ হিসেবে বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিংয়ের কথাও বললেন সঞ্চালক। টেস্ট ক্যারিয়ারে আগে দুই দফায় ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি। একটি মিরপুরে, আরেকটি সিলেটে। দেশের বাইরের দেশে ম্যাচ-সেরা হতে পারলেন তিনি প্রথমবার।

নিউজটি শেয়ার করুন

দেশের বাইরে প্রথম ম্যাচসেরা তাইজুল

আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

টেস্ট ক্রিকেট তাইজুল ইসলাম খেলছেন দীর্ঘ ১০ বছর ধরে। লম্বা এই সময়ে অভিজ্ঞতার ঝুলিও তার বেশ পূর্ণ। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

অভিজ্ঞতায় স্বয়ংসম্পূর্ণ হওয়াতে তাইজুলের ওপর দলের প্রত্যাশার পারদও বেশিই থাকে। ১০১ রানে জেতা জ্যামাইকা টেস্টেও এর ব্যতিক্রম ছিল না। ইনিংসে ১৫তম বার নিয়েছেন পাঁচ উইকেট, দেশের বাইরে পঞ্চমবার। এবারের ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ম্যাচ জেতানো বোলিং ফিগার নিয়ে তাইজুল হাসছেন তৃপ্তির হাসি। দলের চাওয়া পূরণ করতে পেরে খুশি।

ওয়েস্ট ইন্ডিজের সামনে শেষ ইনিংসে লক্ষ্য ছিল মোটামুটি বড়। এরপর দল তাকিয়ে ছিল তাইজুল ইসলামের দিকে। দলের সেই দাবি অনুভব করতে পারছিলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। সেভাবেই তিনি নিজেকে মেলে ধরলেন স্যাবাইনা পার্কের ২২ গজে। ব্যস, দলকে জিতিয়ে ম্যাচ সেরা তিনিই!

জ্যামাইকা টেস্টের শেষ ইনিংসে মঙ্গলবার দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৫ উইকেট শিকার করেন তাইজুল। টেসট ক্যারিয়ারে পঞ্চদশবার পেলেন তিনি এই স্বাদ।

ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৩০ মিনিট ক্রিজে কাটান তিনি, দ্বিতীয় ইনিংসে ৮০ মিনিট। বড় ইনিংস খেলতে পারেননি। তবে ৬৬ বলে ১৬ ও ৫০ বলে ১৪ রানের ইনিংসটি দুটি ম্যাচের প্রেক্ষাপটে ছিল মূল্যবান। ম্যাচ সেরায় তাকে বেছে নেওয়া কারণ হিসেবে বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিংয়ের কথাও বললেন সঞ্চালক। টেস্ট ক্যারিয়ারে আগে দুই দফায় ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি। একটি মিরপুরে, আরেকটি সিলেটে। দেশের বাইরের দেশে ম্যাচ-সেরা হতে পারলেন তিনি প্রথমবার।