‘ভারতের সঙ্গে টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না’
- আপডেট সময় : ০৪:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেছেন, বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ করে দেয়া হবে ভারতের পক্ষ থেকে এমন বক্তব্য রাজনৈতিক, এই বক্তব্যের প্রভাব বাণিজ্যের উপর পড়বে না।
বুধবার রাজধানীতে এক সভায় উপদেষ্টা বলেন, রমজানকে সামনে রেখে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে দাম কমানোর জন্য। আসছে রমজানে তাই পণ্যের দাম বাড়বে না।
তিনি জানান, রমজানের জন্য খেজুর, তেল, মসুর ডাল আমদানি করা হচ্ছে। কমানো হচ্ছে এসব পণ্যের ভ্যাট। এই প্রভাব জিনিসপত্রের দামের ওপর পড়বে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে বর্তমানের সম্পর্কের যে টানাপোড়েন সেটা রাজনৈতিক। এই সম্পর্ক বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়বে না।
তিনি বলেন, ভারত থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো ঠিকভাবে এবং সময়মত আসবে। চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেক্ষেত্রে ভারত, মিয়ানমার, থাইল্যান্ডের বিষয়ে আলোচনা হয়েছে। যে দেশ থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই চাল আমদানি করা হবে।
উপদেষ্টা আরও বলেন, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব পড়ে। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না বলেন, অর্থ উপদেষ্টা।