ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রিয়াল মায়োর্কাকে বিধ্বস্ত করে জয়ে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:০১:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লা লিগায় রিয়াল মায়োর্কাকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। অন্যদিকে কোপা ইতালিয়ায় সাসুলুকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। এছাড়া জার্মান কাপের ম্যাচে লেভারকুসেনের কাছে ১-০ গোলে হেরেছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

শুরুতে ফেরান তরেস বার্সাকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরে বার্সা। দ্বিতীয়ার্ধে রাফিনহা করেন দুই গোল। একটি করে গোল করেন ডি ইয়ং ও পাউ ভিক্টর। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৪ ম্যাচে ৩৩।

অপরদিকে কোপা ইতালিয়ায় প্রথমার্ধেই ৪ গোলের লিড নেয় স্বাগতিকরা। জোড়া গোল করেন চুকউইজ এছাড়া একটি করে গোল করেন রাফায়েল লিও ও রেইন্ডারস। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সাসুলো ১ গোল শোধ করলেও ক্যালাব্রিয়া ও আব্রাহামের গোলে ৬-১ গোলের বিশাল জয় পায় রোজানেরিরা।

এছাড়া জার্মান কাপে এলিয়াঞ্জ এরেনায় তেল্লার দেয়া একমাত্র গোলে বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে পরাস্ত করে জাভি আলোন্সোর লেভারকুসেন।

নিউজটি শেয়ার করুন

রিয়াল মায়োর্কাকে বিধ্বস্ত করে জয়ে ফিরল বার্সা

আপডেট সময় : ১১:০১:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

লা লিগায় রিয়াল মায়োর্কাকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। অন্যদিকে কোপা ইতালিয়ায় সাসুলুকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। এছাড়া জার্মান কাপের ম্যাচে লেভারকুসেনের কাছে ১-০ গোলে হেরেছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

শুরুতে ফেরান তরেস বার্সাকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরে বার্সা। দ্বিতীয়ার্ধে রাফিনহা করেন দুই গোল। একটি করে গোল করেন ডি ইয়ং ও পাউ ভিক্টর। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৪ ম্যাচে ৩৩।

অপরদিকে কোপা ইতালিয়ায় প্রথমার্ধেই ৪ গোলের লিড নেয় স্বাগতিকরা। জোড়া গোল করেন চুকউইজ এছাড়া একটি করে গোল করেন রাফায়েল লিও ও রেইন্ডারস। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সাসুলো ১ গোল শোধ করলেও ক্যালাব্রিয়া ও আব্রাহামের গোলে ৬-১ গোলের বিশাল জয় পায় রোজানেরিরা।

এছাড়া জার্মান কাপে এলিয়াঞ্জ এরেনায় তেল্লার দেয়া একমাত্র গোলে বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে পরাস্ত করে জাভি আলোন্সোর লেভারকুসেন।