সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দর
- আপডেট সময় : ১১:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৬৮ বার পড়া হয়েছে
ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমেছে সর্বনিম্নে। গতকাল মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, এই প্রথম ডলারের বিপরীতে রুপির দর ৮৪ দশমিক সাত পাঁচে নেমে এসেছে।
গেল কয়েক মাস ধরে, অর্থনৈতিকভাবে চাপে আছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। অর্থনীতিবিদরা বলছেন, আগে যেখানে পূর্বাভাস ছিল চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হবে, সেখানে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ হারে। যা গেল ১৮ মাসের হিসেবে সর্বনিম্ন।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংকগুলোর সহায়তায় ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নেয়ায় দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বেড়েছে উদ্বেগ।
গত কয়েকমাস ধরে, রুপির দর নিয়ন্ত্রণে আনতে বাজারে হস্তক্ষেপ করছে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া। অর্থনীতিবিদরা বলছেন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভাটা এবং বিদেশি পুঁজি বিনিয়োগ প্রবাহ সংকুচিত হতে থাকায় রুপি দাম আশঙ্কাজনক হারে কমেছে।