ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে: সিরিজসেরা তাসকিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৪১৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ানডে ও টি-২০তে আগেও সিরিজ সেরা হয়েছেন তিনি। সাদা পোশাকে কখনোই সিরিজ সেরার খেতাবটা পাওয়া হয়নি তাসকিন আহমেদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই আক্ষেপটা ঘুচল তার। দুই টেস্টের দারুণ বোলিংয়ের সুবাদে যৌথভাবে জেডেন সেলসের সাথে এই সিরিজের সেরা হয়েছেন তাসকিন। সিরিজ সেরা হওয়ার পর তাসকিন বলছেন, এই পুরস্কার জয়ে নিজের আত্মবিশ্বাস আগের চেয়ে অনেকটাই বেড়েছে তার।

অথচ তাসকিনের এই বছরে টেস্ট খেলারই কথা ছিল না। বছরের শুরুতে বিসিবিকে জানিয়ে দিয়েছিলেন, দীর্ঘ পরিসরে টেস্ট থেকে দূরে থাকতে চান তিনি। কাঁধের চোট যেন গুরুতর না হয়ে ওঠে, এজন্যই এমন সিদ্ধান্ত ছিল তার। তবে সময়ের সাথে সেই ইনজুরি থেকে অনেকটাই মুক্ত হয়েছেন তাসকিন। ফিরেছেন টেস্ট দলে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে তাসকিন লাল বলে নিজের অবস্থান জানান দিয়েছিলেন ভালোমতোই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পান তাসকিন। ওই টেস্টে নিয়েছিলেন মোট ৮ উইকেট। দ্বিতীয় টেস্টে ৩ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। সিরিজে মোট ১১ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেলসের সাথে যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন তিনি।

সিরিজ সেরা হওয়ার পর তাসকিন বলছেন, দলের জয়ে ভূমিকা রাখতে পেরে দারুণ আনন্দিত তিনি, ‘এই টেস্ট জয় অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করেছি। এই কন্ডিশনে ম্যাচ জেতা বড় ব্যাপার। আমরা কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর টানা দুই সিরিজ হারায় মানসিকভাবে আমরা দমে গিয়েছিলাম। তবে শক্তভাবেই ঘুরে দাঁড়িয়েছি। দুই ম্যাচেই আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আল্লাহ্ আমাকে এই পুরস্কার দিয়েছেন।’

তাসকিন বলছেন, এবারের পারফরম্যান্স তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে, ‘আশা করি সামনে আরও ভালো কিছু আসবে। কাঁধের সমস্যা কাটিয়ে টেস্টে ফেরার অনেক চেষ্টা করেছিলাম। এখন আগের চেয়ে ভালো আছি। আমি খুবই খুশি। কাজটা যদিও সহজ ছিল না। কাঁধের অবস্থা বাজে ছিল। অনেক কস্ট করতে হয়েছে। সেটার ফলই পাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে: সিরিজসেরা তাসকিন

আপডেট সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ওয়ানডে ও টি-২০তে আগেও সিরিজ সেরা হয়েছেন তিনি। সাদা পোশাকে কখনোই সিরিজ সেরার খেতাবটা পাওয়া হয়নি তাসকিন আহমেদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই আক্ষেপটা ঘুচল তার। দুই টেস্টের দারুণ বোলিংয়ের সুবাদে যৌথভাবে জেডেন সেলসের সাথে এই সিরিজের সেরা হয়েছেন তাসকিন। সিরিজ সেরা হওয়ার পর তাসকিন বলছেন, এই পুরস্কার জয়ে নিজের আত্মবিশ্বাস আগের চেয়ে অনেকটাই বেড়েছে তার।

অথচ তাসকিনের এই বছরে টেস্ট খেলারই কথা ছিল না। বছরের শুরুতে বিসিবিকে জানিয়ে দিয়েছিলেন, দীর্ঘ পরিসরে টেস্ট থেকে দূরে থাকতে চান তিনি। কাঁধের চোট যেন গুরুতর না হয়ে ওঠে, এজন্যই এমন সিদ্ধান্ত ছিল তার। তবে সময়ের সাথে সেই ইনজুরি থেকে অনেকটাই মুক্ত হয়েছেন তাসকিন। ফিরেছেন টেস্ট দলে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে তাসকিন লাল বলে নিজের অবস্থান জানান দিয়েছিলেন ভালোমতোই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পান তাসকিন। ওই টেস্টে নিয়েছিলেন মোট ৮ উইকেট। দ্বিতীয় টেস্টে ৩ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। সিরিজে মোট ১১ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেলসের সাথে যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন তিনি।

সিরিজ সেরা হওয়ার পর তাসকিন বলছেন, দলের জয়ে ভূমিকা রাখতে পেরে দারুণ আনন্দিত তিনি, ‘এই টেস্ট জয় অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করেছি। এই কন্ডিশনে ম্যাচ জেতা বড় ব্যাপার। আমরা কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর টানা দুই সিরিজ হারায় মানসিকভাবে আমরা দমে গিয়েছিলাম। তবে শক্তভাবেই ঘুরে দাঁড়িয়েছি। দুই ম্যাচেই আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আল্লাহ্ আমাকে এই পুরস্কার দিয়েছেন।’

তাসকিন বলছেন, এবারের পারফরম্যান্স তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে, ‘আশা করি সামনে আরও ভালো কিছু আসবে। কাঁধের সমস্যা কাটিয়ে টেস্টে ফেরার অনেক চেষ্টা করেছিলাম। এখন আগের চেয়ে ভালো আছি। আমি খুবই খুশি। কাজটা যদিও সহজ ছিল না। কাঁধের অবস্থা বাজে ছিল। অনেক কস্ট করতে হয়েছে। সেটার ফলই পাচ্ছি।’