ইসরাইলি হামলায় গাজায় আরও ৩৬ জন নিহত
- আপডেট সময় : ০২:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৩৯০ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। এছাড়া ফিলিস্তিনের মধ্য গাজায় একটি আশ্রয় শিবিরেও ইসরাইলি বোমা হামলা। পাশাপাশি গাজার কামাল আদওয়ান হাসপাতালে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।
এদিকে, যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য বাড়িত কষ্ট হয়ে দাঁড়িয়েছে শীত। গোলাবারুদের পাশাপাশি ঠান্ডার সঙ্গে লড়াই করে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের জন্য।
বাস্তুচ্যুত হাজারও মানুষ প্রাণ বাঁচাতে সমুদ্র তীরবর্তী এলাকায় বসতি গাড়লেও ঠাণ্ডা তাদের কাবু করে ফেলছে। কারণ, নড়বড়ে তাঁবুর ঘর শীত ঠেকানোর জন্য যথেষ্ট নয়।
দেইর আল-বালাহের মোহাম্মদ আল-হালাবি নামে এক ফিলিস্তিনি জানান, একটা ঘরের জন্য প্রয়োজনীয় বিছানা, তোষক, বালিশ এমনকি খাবারও তারা নিয়ে এসেছিল। কিন্তু এখন কিছুই অবশিষ্ট নেই। সমুদ্রের ঢেউ সবই কেড়ে নিয়েছে।
তিনি আরও বলেন, “আমরা দুই মাসের একটি শিশুকে উদ্ধার করেছি। শিশুটি সমুদ্রের ঢেউয়ে প্রায় ভেসে যাচ্ছিল।”
এদিকে, ফিলিস্তিনি ও ইসরাইল ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আগামী জুনে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে রেজুলেশন পাস হয়েছে। ১৫৭টি সদস্য রাষ্ট্র রেজুলেশনের পক্ষে ভোট দেয়, বিপক্ষেপ ভোট দিয়ে ৮টি দেশ। তবে ইসরাইল আমেরিকাসহ ৭টি দেশ ভোট দেয়নি।