ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৭৭০ কারাবন্দি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৪০২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখনও গ্রেপ্তার যায়নি ৭০০ জনকে। আজ বুধবার সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ৫ আগস্টের পট পরিবর্তনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে ২২০০ আসামি পালিয়ে যায়। যাদের ১৫০০ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও আলোচিত মামলার আসামি। ৭৭০ জনকে গ্রেপ্তার করা যায়নি।

কারা মহাপরিদর্শক জানান, দেশের ৬৯ টি কারাগারের মধ্যে ১৭ টি কারাগার এখনো ঝুঁকিপূর্ণ। কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তাই প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন আসামিকে জেল হাজতে আনা–নেওয়ার সময়ও ঘটে হামলার ঘটনা।

কারা কর্তৃপক্ষের বক্তব্য, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কারা অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে এ কথা জানান কারা মহাপরিদর্শক।

তিনি বলেন, কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে। দেশের বেশকিছু কারাগারের অবকাঠামো এখনও দুর্বল, তা সংস্কারে কাজ করছে কারা কর্তৃপক্ষ।

কারারক্ষী কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

নিউজটি শেয়ার করুন

৭৭০ কারাবন্দি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক

আপডেট সময় : ০২:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখনও গ্রেপ্তার যায়নি ৭০০ জনকে। আজ বুধবার সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ৫ আগস্টের পট পরিবর্তনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে ২২০০ আসামি পালিয়ে যায়। যাদের ১৫০০ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও আলোচিত মামলার আসামি। ৭৭০ জনকে গ্রেপ্তার করা যায়নি।

কারা মহাপরিদর্শক জানান, দেশের ৬৯ টি কারাগারের মধ্যে ১৭ টি কারাগার এখনো ঝুঁকিপূর্ণ। কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তাই প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন আসামিকে জেল হাজতে আনা–নেওয়ার সময়ও ঘটে হামলার ঘটনা।

কারা কর্তৃপক্ষের বক্তব্য, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কারা অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে এ কথা জানান কারা মহাপরিদর্শক।

তিনি বলেন, কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে। দেশের বেশকিছু কারাগারের অবকাঠামো এখনও দুর্বল, তা সংস্কারে কাজ করছে কারা কর্তৃপক্ষ।

কারারক্ষী কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।