ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস; ৭ নম্বর ভবনের ৬, ৭, ৮ ও ৯ম তলায় আগুন ছড়িয়ে পড়ে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট, উদ্ধারকাজে সহায়তা করেছে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, র‌্যাব :::: সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, নাশকতা কী-না তা জানা যাবে তদন্তের পর : স্বরাষ্ট্র উপদেষ্টা :::: ২০০৪ সালে হওয়া সুনামির ২০ বছর পূর্তি আজ, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এই দুর্যোগে মৃত্যু হয়েছিল ২ লাখ ২৭ হাজার মানুষের

চারহাত এক হল দুই তারকার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতীক্ষার অবসান। চারহাত এক হল ভারতের দক্ষীনার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ছবিও। দক্ষিণী সাজে সেজেছেন দুই তারকাই। এক্স হ্যান্ডেলে নাগা এবং শোভিতার বিয়ের ছবি শেয়ার করেছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুনা। ট্র্যাডিশনার ধুতিতে সেজেছেন নাগা চৈতন্য। অন্যদিকে শোভিতা পরেছেন সোনার জরিতে বোনা কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে দক্ষিণ ভারতের বিখ্যাত টেম্পল জুয়েলারি। অভিনেত্রী পরেছেন চওড়া মাথাপট্টিও। ছবিতে দেখা গিয়েছে খোঁপায় জড়ানো মোটা ফুলের মালা।

হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে সেরেছেন শোভিতা এবং নাগা। হায়দরাবাদের বানজারা হিলসে রয়েছে নাগা চৈতন্যর ঠাকুর্দা প্রবাদপ্রতিম অভিনেতা এবং প্রযোজক আক্কেনেনি নাগেশ্বর রাওয়ের তৈরি এই স্টুডিও। ১৯৭৬ সালে নির্মিত এই অন্নপূর্ণা স্টুডিও রয়েছে প্রায় ২২ একর জায়গা জুড়ে। পারিবারিক এই সম্পত্তিতেই যে নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার রাজকীয় বিয়ের আসর বসবে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল।

এক্স মাধ্যমে ছেলের বিয়ের ছবি শেয়ার করে নাগার্জুন লিখেছেন, শোভিতা এবং চৈ- কে একসঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে দেখাটা আমার জন্য খুবই স্পেশ্যাল এবং আবেগঘন মুহূর্ত। আমার আদরের চৈ- কে অনেক শুভেচ্ছা। প্রিয় শোভিতা আমাদের পরিবারে তোমায় স্বাগত। এর মধ্যেই তুমি আমাদের জীবনে অনেক খুশিনিয়ে এসেছ। এর পরই নিজের বাবাকে স্মরণ করেছেন নাগার্জুন। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লিখেছেন আক্কেনেনি নাগশ্বর রাওয়ের মূর্তির নীচে তাঁর আশীর্বাদ পেয়ে এই উদযাপন হচ্ছে, তাই এর অর্থ অনেক গভীর। নাগার্জুন এও উল্লেখ করেছেন যে এটা তাঁর পিতার শতবর্ষ পূরণের বছর। নাগার্জুন জানিয়েছেন যে তিনি এই যাত্রাপথের প্রতি মুহূর্তে অনুভব করেছেন যে তাঁর বাবার আশীর্বাদ তাঁদের সকলের সঙ্গে রয়েছে। তাঁদের সকলের উপর আজ যে আশীর্বাদ বর্ষিত হয়েছে কৃতজ্ঞতার সঙ্গে তার জন্য ধন্যবাদও জানিয়েছেন নাগার্জুন।

নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার রাজকীয় বিয়ের নিমন্ত্রিতের তালিকায় ছিলেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী, নয়নতারা, সমগ্র আক্কেনেনি এবং ডাগ্‌গুবতি পরিবার, এনটিআর পরিবার, রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা, মহেশ বাবু এবং স্ত্রী নম্রতা শিরোদকর, খেলার জগতের নক্ষত্র পিভি সিন্ধু এবং আরও অনেকেই।

নিউজটি শেয়ার করুন

চারহাত এক হল দুই তারকার

আপডেট সময় : ১২:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

প্রতীক্ষার অবসান। চারহাত এক হল ভারতের দক্ষীনার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ছবিও। দক্ষিণী সাজে সেজেছেন দুই তারকাই। এক্স হ্যান্ডেলে নাগা এবং শোভিতার বিয়ের ছবি শেয়ার করেছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুনা। ট্র্যাডিশনার ধুতিতে সেজেছেন নাগা চৈতন্য। অন্যদিকে শোভিতা পরেছেন সোনার জরিতে বোনা কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে দক্ষিণ ভারতের বিখ্যাত টেম্পল জুয়েলারি। অভিনেত্রী পরেছেন চওড়া মাথাপট্টিও। ছবিতে দেখা গিয়েছে খোঁপায় জড়ানো মোটা ফুলের মালা।

হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে সেরেছেন শোভিতা এবং নাগা। হায়দরাবাদের বানজারা হিলসে রয়েছে নাগা চৈতন্যর ঠাকুর্দা প্রবাদপ্রতিম অভিনেতা এবং প্রযোজক আক্কেনেনি নাগেশ্বর রাওয়ের তৈরি এই স্টুডিও। ১৯৭৬ সালে নির্মিত এই অন্নপূর্ণা স্টুডিও রয়েছে প্রায় ২২ একর জায়গা জুড়ে। পারিবারিক এই সম্পত্তিতেই যে নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার রাজকীয় বিয়ের আসর বসবে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল।

এক্স মাধ্যমে ছেলের বিয়ের ছবি শেয়ার করে নাগার্জুন লিখেছেন, শোভিতা এবং চৈ- কে একসঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে দেখাটা আমার জন্য খুবই স্পেশ্যাল এবং আবেগঘন মুহূর্ত। আমার আদরের চৈ- কে অনেক শুভেচ্ছা। প্রিয় শোভিতা আমাদের পরিবারে তোমায় স্বাগত। এর মধ্যেই তুমি আমাদের জীবনে অনেক খুশিনিয়ে এসেছ। এর পরই নিজের বাবাকে স্মরণ করেছেন নাগার্জুন। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লিখেছেন আক্কেনেনি নাগশ্বর রাওয়ের মূর্তির নীচে তাঁর আশীর্বাদ পেয়ে এই উদযাপন হচ্ছে, তাই এর অর্থ অনেক গভীর। নাগার্জুন এও উল্লেখ করেছেন যে এটা তাঁর পিতার শতবর্ষ পূরণের বছর। নাগার্জুন জানিয়েছেন যে তিনি এই যাত্রাপথের প্রতি মুহূর্তে অনুভব করেছেন যে তাঁর বাবার আশীর্বাদ তাঁদের সকলের সঙ্গে রয়েছে। তাঁদের সকলের উপর আজ যে আশীর্বাদ বর্ষিত হয়েছে কৃতজ্ঞতার সঙ্গে তার জন্য ধন্যবাদও জানিয়েছেন নাগার্জুন।

নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার রাজকীয় বিয়ের নিমন্ত্রিতের তালিকায় ছিলেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী, নয়নতারা, সমগ্র আক্কেনেনি এবং ডাগ্‌গুবতি পরিবার, এনটিআর পরিবার, রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা, মহেশ বাবু এবং স্ত্রী নম্রতা শিরোদকর, খেলার জগতের নক্ষত্র পিভি সিন্ধু এবং আরও অনেকেই।