টানা শ্রম অসন্তোষের পরও গত নভেম্বর মাসে দেশের রপ্তানি আয় বেড়েছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতেও রপ্তানি আয় বেড়েছে সদ্য শেষ হওয়া মাসে। এ মাসে সার্বিক রপ্তানি আয় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৪ দশমিক ১১ বিলিয়ন ডলার এ দাঁড়িয়েছে। গত বছরের নভেম্বর মাসে আয় হয়েছিল ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
অন্যদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বরে অর্থাৎ পাঁচ মাসে রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ। এ পাঁচ মাসে আয় হয়েছে ১৯ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা আগের বছর ছিল ১৭ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার এ তথ্য প্রকাশ করেছে। ইপিবির তথ্যে দেখা গেছে, নভেম্বর মাসে পোশাক খাতে আয় বেড়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ এবং আয় হয়েছে ৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর সময়ে) তৈরি পোশাক থেকে রপ্তানি আয় বেড়েছে ১২ দশমিক ৩৪ শতাংশ এবং আয় হয়েছে ১৬ দশমিক ১ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৪ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।
বিদেশিক মুদ্রা আয়ের তিনটি বড় উৎস হলো পণ্য রপ্তানি, প্রবাসী আয় বা রেমিট্যান্স এবং বিদেশি বিনিয়োগ ও ঋণ। তার মধ্যে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লে বিদেশি মুদ্রার সংকট কমে।