ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৩৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-বিআরআই নিয়ে চীনের সাথে একটি কাঠামোগত চুক্তি সই করেছে নেপাল। চারদিনের বেইজিং সফরে গিয়ে নতুন এই চুক্তিটি স্বাক্ষর করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সাত বছর আগে একটি প্রাথমিক চুক্তি সই হলেও কোনও অগ্রগতি না হওয়ায় এই নতুন চুক্তি প্রকল্প বাস্তবায়নের পথ প্রশস্ত করবে বলে প্রত্যাশা নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

বুধবার (চৌঠা ডিসেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ পোস্টে জানিয়েছে, নেপাল ও চীন বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার কাঠামো সই করেছে। তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে নেপালি প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি সোমবার থেকে বেইজিংয়ে চার দিনের সফরে রয়েছেন। জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। ঐতিহ্য ভেঙে তিনি প্রথম সফরের জন্য নয়াদিল্লিকে না বেছে, শি জিনপিংয়ের সাথে ঘনিষ্ঠতা এবং চুক্তি চূড়ান্ত করতে চীনকে অগ্রাধিকার দিয়েছেন। তবে এ চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বুধবারের নতুন চুক্তি অনুযায়ী, উভয় দেশ প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা, যেমন সড়ক উন্নয়ন ও পরিবহন করিডর তৈরি এবং অর্থায়নের উপায় নিয়ে এগিয়ে যাবে। তবে ঋণ নিয়ে উদ্বেগ থাকায় নেপালের প্রধানমন্ত্রী ওলির জোট সরকারের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। যেকোনও ঋণনির্ভর প্রকল্পে আপত্তি জানিয়েছে নেপালি কংগ্রেস।

নেপাল ও চীনের এই চুক্তিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে ভারত।

নিউজটি শেয়ার করুন

ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

আপডেট সময় : ০১:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-বিআরআই নিয়ে চীনের সাথে একটি কাঠামোগত চুক্তি সই করেছে নেপাল। চারদিনের বেইজিং সফরে গিয়ে নতুন এই চুক্তিটি স্বাক্ষর করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সাত বছর আগে একটি প্রাথমিক চুক্তি সই হলেও কোনও অগ্রগতি না হওয়ায় এই নতুন চুক্তি প্রকল্প বাস্তবায়নের পথ প্রশস্ত করবে বলে প্রত্যাশা নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

বুধবার (চৌঠা ডিসেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ পোস্টে জানিয়েছে, নেপাল ও চীন বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার কাঠামো সই করেছে। তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে নেপালি প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি সোমবার থেকে বেইজিংয়ে চার দিনের সফরে রয়েছেন। জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। ঐতিহ্য ভেঙে তিনি প্রথম সফরের জন্য নয়াদিল্লিকে না বেছে, শি জিনপিংয়ের সাথে ঘনিষ্ঠতা এবং চুক্তি চূড়ান্ত করতে চীনকে অগ্রাধিকার দিয়েছেন। তবে এ চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বুধবারের নতুন চুক্তি অনুযায়ী, উভয় দেশ প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা, যেমন সড়ক উন্নয়ন ও পরিবহন করিডর তৈরি এবং অর্থায়নের উপায় নিয়ে এগিয়ে যাবে। তবে ঋণ নিয়ে উদ্বেগ থাকায় নেপালের প্রধানমন্ত্রী ওলির জোট সরকারের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। যেকোনও ঋণনির্ভর প্রকল্পে আপত্তি জানিয়েছে নেপালি কংগ্রেস।

নেপাল ও চীনের এই চুক্তিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে ভারত।