ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আইনজীবী সাইফুল হত্যা মামলার আরেক আসামি রিপন দাস গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৪৪০ বার পড়া হয়েছে

নীল রঙের পোশাক পরা বঁটি হাতে রিপন দাস। ছবি: সংগৃহীত

৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আরেক আসামি রিপন দাসকে নগরীর আনোয়ারা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

রিপন নগরীর পাথরঘাটা এলাকার সাধুরবাড়ির মৃদুল দাসের ছেলে। নগরীর চকবাজারের একটি ওষুধের দোকানের কর্মচারী রিপন। আগামীকাল শুক্রবার চন্দন দাসের সঙ্গে রিপনকেও আদালতে তোলার কথা রয়েছে।

আইনজীবী সাইফুল হত্যার ঘটনার পর থেকে পলাতক ছিলেন রিপন। তিনি পুলিশের এজাহারভুক্ত আসামি নন। তবে প্রাপ্ত ভিডিও ফুটেজে ঘটনার দিন তাঁকে বঁটি হাতে দেখা গেছে। আর তাই পুলিশ তাঁকে ওই হত্যায় জড়িত হিসেবে শনাক্ত করেছে।

এর আগে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে ভৈরব রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আদালত ভবনের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এই দিন সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন।

নিউজটি শেয়ার করুন

আইনজীবী সাইফুল হত্যা মামলার আরেক আসামি রিপন দাস গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আরেক আসামি রিপন দাসকে নগরীর আনোয়ারা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

রিপন নগরীর পাথরঘাটা এলাকার সাধুরবাড়ির মৃদুল দাসের ছেলে। নগরীর চকবাজারের একটি ওষুধের দোকানের কর্মচারী রিপন। আগামীকাল শুক্রবার চন্দন দাসের সঙ্গে রিপনকেও আদালতে তোলার কথা রয়েছে।

আইনজীবী সাইফুল হত্যার ঘটনার পর থেকে পলাতক ছিলেন রিপন। তিনি পুলিশের এজাহারভুক্ত আসামি নন। তবে প্রাপ্ত ভিডিও ফুটেজে ঘটনার দিন তাঁকে বঁটি হাতে দেখা গেছে। আর তাই পুলিশ তাঁকে ওই হত্যায় জড়িত হিসেবে শনাক্ত করেছে।

এর আগে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে ভৈরব রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আদালত ভবনের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এই দিন সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন।