ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৪০৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ সদস্যদের তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয় বলেও জানান তিনি।

দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইজিপি। এসময় তিনি আরও বলেন, পাঁচ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ এই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে।

তিনি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। মামলা বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে। ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না।

আইজিপি বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবো না। জনগণের সাথে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

আইজিপি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।

অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল আলম।

নিউজটি শেয়ার করুন

শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি

আপডেট সময় : ০১:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

পুলিশ সদস্যদের তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয় বলেও জানান তিনি।

দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইজিপি। এসময় তিনি আরও বলেন, পাঁচ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ এই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে।

তিনি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। মামলা বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে। ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না।

আইজিপি বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবো না। জনগণের সাথে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

আইজিপি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।

অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল আলম।