ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে কেভিন ডি ব্রুইনা। আরও একাধিক খেলোয়াড়কে হারিয়ে তখন থেকেই ধুঁকছে ম্যানচেস্টার সিটি। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ছয় হার আর এক ড্রয়ে স্মরণকালের ভয়াবহ অবস্থার মধ্যে ছিল পেপ গার্দিওলার দল। তবে ডি ব্রুইনা ফিরতেই জয়ের ধারায় ফিরল ম্যানসিটি।

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাতে নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। মাঠে ফিরেই এক গোল ও অ্যাসিস্টে ম্যাচসেরা সেই ডি ব্রুইনা।

লিভারপুলের কাছে হারের পর চার পরিবর্তন নিয়ে নটিংহামকে আতিথেয়তা দিতে নামে সিটি। এগিয়ে যেতে সময় নেয় মাত্র ৮ মিনিট। ডি ব্রুইনার পাস থেকে স্বাগতিকদের এগিয়ে নেন বার্নার্দো সিলভা। পরে ৩১তম মিনিটে ডি ব্রুইনা নিজেই করেন গোল। সিটি তৃতীয় গোলটি পায় জেরেমি ডকু ৫৭ মিনিটে স্কোরশিটে নাম তুললে।

এদিন জয় পেয়েছে চেলসি এবং অ্যাস্টন ভিলাও। সাউদাম্পটনকে ৫-১ গোলে হারিয়েছে এনজো মারেজকার শিষ্যরা। চেলসির হয়ে গোল করেছেন পাঁচ ভিন্ন ফুটবলার। আক্সেল দিসাসি গোলখাতা খোলার পর একে একে স্কোরশিটে নাম তোলেন ক্রিশ্চোফার এনকুনকু, নোনি মাদুয়েকে, কোল পালমার এবং জ্যাডন সানচো।

এদিকে, সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ভিলা। ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে এমিলিয়ানো মার্টিনেজরা।

নিউজটি শেয়ার করুন

৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি

আপডেট সময় : ০১:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে কেভিন ডি ব্রুইনা। আরও একাধিক খেলোয়াড়কে হারিয়ে তখন থেকেই ধুঁকছে ম্যানচেস্টার সিটি। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ছয় হার আর এক ড্রয়ে স্মরণকালের ভয়াবহ অবস্থার মধ্যে ছিল পেপ গার্দিওলার দল। তবে ডি ব্রুইনা ফিরতেই জয়ের ধারায় ফিরল ম্যানসিটি।

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাতে নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। মাঠে ফিরেই এক গোল ও অ্যাসিস্টে ম্যাচসেরা সেই ডি ব্রুইনা।

লিভারপুলের কাছে হারের পর চার পরিবর্তন নিয়ে নটিংহামকে আতিথেয়তা দিতে নামে সিটি। এগিয়ে যেতে সময় নেয় মাত্র ৮ মিনিট। ডি ব্রুইনার পাস থেকে স্বাগতিকদের এগিয়ে নেন বার্নার্দো সিলভা। পরে ৩১তম মিনিটে ডি ব্রুইনা নিজেই করেন গোল। সিটি তৃতীয় গোলটি পায় জেরেমি ডকু ৫৭ মিনিটে স্কোরশিটে নাম তুললে।

এদিন জয় পেয়েছে চেলসি এবং অ্যাস্টন ভিলাও। সাউদাম্পটনকে ৫-১ গোলে হারিয়েছে এনজো মারেজকার শিষ্যরা। চেলসির হয়ে গোল করেছেন পাঁচ ভিন্ন ফুটবলার। আক্সেল দিসাসি গোলখাতা খোলার পর একে একে স্কোরশিটে নাম তোলেন ক্রিশ্চোফার এনকুনকু, নোনি মাদুয়েকে, কোল পালমার এবং জ্যাডন সানচো।

এদিকে, সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ভিলা। ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে এমিলিয়ানো মার্টিনেজরা।