ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / ৩৭৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পতিত স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়ে অবৈধভাবে অন্যদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এই সভার আয়োজন করে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও দেশকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত পতিত সরকার৷

এ সময় যথাযথ সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যের জন্য আগেও বলেছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন। আমরাও তাদের সমর্থন দিয়ে এসেছি। আমাদের ধর্ম, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

এ সময় বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেন, বিএনপি জাতীয় সরকারের যে রূপরেখা ৩১ দফায় দিয়েছিল তারই প্রতিফলন এই জাতীয় ঐক্য।

নিউজটি শেয়ার করুন

ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না: খন্দকার মোশাররফ

আপডেট সময় : ০৮:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

পতিত স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়ে অবৈধভাবে অন্যদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এই সভার আয়োজন করে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও দেশকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত পতিত সরকার৷

এ সময় যথাযথ সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যের জন্য আগেও বলেছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন। আমরাও তাদের সমর্থন দিয়ে এসেছি। আমাদের ধর্ম, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

এ সময় বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেন, বিএনপি জাতীয় সরকারের যে রূপরেখা ৩১ দফায় দিয়েছিল তারই প্রতিফলন এই জাতীয় ঐক্য।