মেধাবী ছাত্রদের মেধার মূল্যায়ন এবং মুসলমানদের হারানো ঐতিহ্য বাবরি মসজিদের স্মরণে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে ‘বাবরি মসজিদ সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইলে অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। তিনি তার বক্তব্যে বলেন, যারা শত শত বছরের মসজিদ ভেঙে ফেলে, যাদের দেশে প্রতিনিয়ত মুসলিমরা নির্যাতিত হয়, এমনকি স্বগোত্রীয় নিচু শ্রেণীর লোকদের উপর নির্যাতন করতেও সংকোচ করে না তারা আমাদেরকে ইনসাফের সবক দেয় কিভাবে?
চব্বিশে আমাদের যে বিজয় হয়েছে এজন্য আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। যতদিন পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না। খেলাফতই একমাত্র শান্তির চাবিকাঠি।
এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, দৈনিক নয়া দিগন্তের সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সহ-বায়তুল মাল সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি তার বক্তব্যে বলেন, বাবরি মসজিদ উপমহাদেশের মসজিদুল আকসা। সুতরাং মসজিদুল আকসা কে রক্ষার জন্য যেমনভাবে হামাস গড়ে উঠেছে তেমনিভাবে এই বাবরি মসজিদ পুনঃরুদ্ধারের জন্যও হামাসের ভূমিকা পালন করতে হবে।
এইদিন বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বিশিষ্ট সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরী, আলেম সাহিত্যিক মাওলানা যাইনুল আবেদীন, লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষক মাওলানা সাইদ আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিফুল ইসলাম অপু, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ, তরুণ রাষ্ট্রচিন্তক রাকিব হাসান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন রাজী, খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সাবেক বায়তুল মাল সম্পাদক মাওলানা সাদিক সালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ ও সাবেক সভাপতি পরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান সাগর, সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সাদসহ কেন্দ্র ও মহানগরের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।