‘স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে’
- আপডেট সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসররা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। শুক্রবার (৬ই ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের হিলিতে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হলেও বহুকাল ধরে বাঙালিরা একই সমাজে বাস করে আসছে। কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা ভিন্ন ছদ্মবেশে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাভাবে ষড়যস্ত্র করে যাচ্ছে। কারো ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।