নতুন বছরের শুরুতেই আসছে পরীর ছবি
- আপডেট সময় : ১০:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ৩৮৭ বার পড়া হয়েছে
‘ফেলুবক্সী’র মাধ্যমে কলকাতায় নতুন অধ্যায় শুরু করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরী মণি। আর আগামী বছরের শুরুতেই এটি মুক্তি পাচ্ছে বলে জানালেন নায়িকা। বললেন, আগামী ১৭ জানুয়ারি এটি মুক্তি পাবে এটি।
ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় পরী মণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী; আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।
থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। নতুন প্রজন্মের চরিত্র এই ফেলুবক্সী। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।
ছবিতে ‘দেবযানী’র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি। পরী মণির চরিত্রের নাম ‘লাবণ্য’, রহস্যময় এক চরিত্র।