ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শুক্রবার (০৭ ডিসেম্বর) ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে কেন্দ্রীয় গাজার নুসাইরাত ক্যাম্পে একটি বাড়িতে হামলায় অন্তত ২১ জন মারা গেছেন। গাজার চিকিৎসা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজার উত্তরাঞ্চলের অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালের চারপাশে একাধিক বিমান হামলায় কমপক্ষে ২৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে। তবে কামাল আদওয়ান হাসপাতালকে লক্ষ্যবস্তু বানানো বা সেখানে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, তারা কেবল হাসপাতালের আশপাশ বা “সন্নিহিত” এলাকায় আক্রমণ করেছে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। তাদের হামলায় এই পর্যন্ত সাড়ে ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে।

একজন হামাস কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার কাজ আবার শুরু করেছে। তবে নেতানিয়াহুর সরকার এখনও একটি প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সম্মতি জানায়নি এবং ইসরায়েল ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত কাঠামোটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শুক্রবার (০৭ ডিসেম্বর) ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে কেন্দ্রীয় গাজার নুসাইরাত ক্যাম্পে একটি বাড়িতে হামলায় অন্তত ২১ জন মারা গেছেন। গাজার চিকিৎসা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজার উত্তরাঞ্চলের অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালের চারপাশে একাধিক বিমান হামলায় কমপক্ষে ২৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে। তবে কামাল আদওয়ান হাসপাতালকে লক্ষ্যবস্তু বানানো বা সেখানে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, তারা কেবল হাসপাতালের আশপাশ বা “সন্নিহিত” এলাকায় আক্রমণ করেছে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। তাদের হামলায় এই পর্যন্ত সাড়ে ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে।

একজন হামাস কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার কাজ আবার শুরু করেছে। তবে নেতানিয়াহুর সরকার এখনও একটি প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সম্মতি জানায়নি এবং ইসরায়েল ব্রডকাস্টিং অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত কাঠামোটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।