ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ায় ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে। ২০২৫ সালের শেষ নাগাদ মিত্র দেশ বেলারুশে নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল শুক্রবার বেলারুশের রাজধানী মিনস্কে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি।

বার্তা সংস্থা এএফপি জানায়, লুকাশেঙ্কোর অনুরোধে সাড়া দিয়ে বেলারুশ ভূখণ্ডে ওরেশনিক মোতায়েনে সম্মত হয়েছেন পুতিন। বৈঠকে নিরাপত্তার নিশ্চয়তা বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন দুই নেতা।

এর আগে ২০২৩ সালে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল রাশিয়া। গত মাসে ইউক্রেনের পূর্বের নিপ্রো শহরে ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। এরপরই নতুন এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে জানান পুতিন।

বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষেপণাস্ত্র শব্দের ১০ গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে। আর সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এটির।

নিউজটি শেয়ার করুন

বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের

আপডেট সময় : ১১:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

রাশিয়ায় ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে। ২০২৫ সালের শেষ নাগাদ মিত্র দেশ বেলারুশে নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল শুক্রবার বেলারুশের রাজধানী মিনস্কে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি।

বার্তা সংস্থা এএফপি জানায়, লুকাশেঙ্কোর অনুরোধে সাড়া দিয়ে বেলারুশ ভূখণ্ডে ওরেশনিক মোতায়েনে সম্মত হয়েছেন পুতিন। বৈঠকে নিরাপত্তার নিশ্চয়তা বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন দুই নেতা।

এর আগে ২০২৩ সালে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল রাশিয়া। গত মাসে ইউক্রেনের পূর্বের নিপ্রো শহরে ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। এরপরই নতুন এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে জানান পুতিন।

বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষেপণাস্ত্র শব্দের ১০ গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে। আর সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এটির।