ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা এবং তুরাগ নদীর দক্ষিণ ও পশ্চিম এলাকায় সব সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি :::: রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দু'পক্ষের সংঘর্ষরাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দু'পক্ষের সংঘর্ষ :::: বেনাপোল সীমান্তে ২ জনের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি বিএসএফের পিটুনিতে মৃত্যু

‘মা’ বলে ডাকে না কেউ, তাও অভিযোগ নেই দিয়া মির্জার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ৩৯২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী দিয়া মির্জা। ওই একই বছর জুলাই মাসে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তবে শুধু এক সন্তানের মা নয়, বৈভবের কন্যা সন্তান সামাইরার মাও হয়েছেন দিয়া।

দুই ছেলেমেয়েকে নিয়ে দিয়ার জীবন বেশ সুখেই কাটছে এখন। সামাইরা এবং দিয়ার বন্ডিং দেখে বোঝার উপায় নেই তাঁরা সৎ মা মেয়ে। তবে সামাইরা কখনও দিয়াকে ‘মা’ বলে সম্বোধন করেনি। তবে মা না বললেও তাঁদের ভালোবাসায় কিন্তু বিন্দুমাত্র ছেদ পড়েনি।

সম্প্রতি মাদার্স ডে উপলক্ষে নিউজ এইট্টিনকে সাক্ষাতটা দিতে গিয়ে দিয়া বলেন, সামাইরা আমাকে মা, মাম্মা অথবা মাদার এই সমস্ত কিছু কোনওদিন সম্বোধন করেনি। আসলে ওর জীবনে মায়ের অস্তিত্ব ছিল একসময়, তাই সেই সম্মোধন ও কাউকে করতে পারে না। আমাকে ও দিয়া বলেই ডাকে। যদিও তাতে আমার বেশ ভালো লাগে।

ছেলে সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘জানলে অবাক হয়ে যাবেন আমার ছেলেও প্রথম প্রথম আমাকে দিয়া বলে ডাকত। একটু বড় হওয়ার পর আবার দিয়া মা বলতো। আমার ব্যাপারটা ভীষণ মজাদার লাগতো। তবে ও যখন আমাকে প্রথম মাম্মা বলে ডেকেছিল, সেই দিনটা ভীষণ স্পেশাল ছিল আমার কাছে।’

স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, ‘সেদিন আমি আমার ছেলেকে প্রজাপতি দেখাচ্ছিলাম। প্রজাপতি দেখতে দেখতে হঠাৎ করে আমার দিকে তাকিয়ে ও মাম্মা বলে ওঠে। সৌভাগ্যবশত আমার স্বামীর কাছে তখন ক্যামেরা ছিল এবং সেটি অন ছিল। প্রজাপতি দেখে ওর কী করে সেটা রেকর্ড করছিলেন আমার স্বামী, তাই আমাকে প্রথম ওর মাম্মা বলে ডাকটা সারা জীবনের জন্য ক্যামেরা বন্দী হয়ে যায়।’

প্রসঙ্গত, বলিউডে শেষ ‘ধাক ধাক’ সিনেমায় কাজ করেছিলেন দিয়া মির্জা। তরুণ দুদেজা পরিচালিত এই সিনেমায় দিয়ার সঙ্গে অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ, রত্না পাঠক শাহ।

নিউজটি শেয়ার করুন

‘মা’ বলে ডাকে না কেউ, তাও অভিযোগ নেই দিয়া মির্জার

আপডেট সময় : ১০:৫৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী দিয়া মির্জা। ওই একই বছর জুলাই মাসে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তবে শুধু এক সন্তানের মা নয়, বৈভবের কন্যা সন্তান সামাইরার মাও হয়েছেন দিয়া।

দুই ছেলেমেয়েকে নিয়ে দিয়ার জীবন বেশ সুখেই কাটছে এখন। সামাইরা এবং দিয়ার বন্ডিং দেখে বোঝার উপায় নেই তাঁরা সৎ মা মেয়ে। তবে সামাইরা কখনও দিয়াকে ‘মা’ বলে সম্বোধন করেনি। তবে মা না বললেও তাঁদের ভালোবাসায় কিন্তু বিন্দুমাত্র ছেদ পড়েনি।

সম্প্রতি মাদার্স ডে উপলক্ষে নিউজ এইট্টিনকে সাক্ষাতটা দিতে গিয়ে দিয়া বলেন, সামাইরা আমাকে মা, মাম্মা অথবা মাদার এই সমস্ত কিছু কোনওদিন সম্বোধন করেনি। আসলে ওর জীবনে মায়ের অস্তিত্ব ছিল একসময়, তাই সেই সম্মোধন ও কাউকে করতে পারে না। আমাকে ও দিয়া বলেই ডাকে। যদিও তাতে আমার বেশ ভালো লাগে।

ছেলে সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘জানলে অবাক হয়ে যাবেন আমার ছেলেও প্রথম প্রথম আমাকে দিয়া বলে ডাকত। একটু বড় হওয়ার পর আবার দিয়া মা বলতো। আমার ব্যাপারটা ভীষণ মজাদার লাগতো। তবে ও যখন আমাকে প্রথম মাম্মা বলে ডেকেছিল, সেই দিনটা ভীষণ স্পেশাল ছিল আমার কাছে।’

স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, ‘সেদিন আমি আমার ছেলেকে প্রজাপতি দেখাচ্ছিলাম। প্রজাপতি দেখতে দেখতে হঠাৎ করে আমার দিকে তাকিয়ে ও মাম্মা বলে ওঠে। সৌভাগ্যবশত আমার স্বামীর কাছে তখন ক্যামেরা ছিল এবং সেটি অন ছিল। প্রজাপতি দেখে ওর কী করে সেটা রেকর্ড করছিলেন আমার স্বামী, তাই আমাকে প্রথম ওর মাম্মা বলে ডাকটা সারা জীবনের জন্য ক্যামেরা বন্দী হয়ে যায়।’

প্রসঙ্গত, বলিউডে শেষ ‘ধাক ধাক’ সিনেমায় কাজ করেছিলেন দিয়া মির্জা। তরুণ দুদেজা পরিচালিত এই সিনেমায় দিয়ার সঙ্গে অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ, রত্না পাঠক শাহ।