৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের
- আপডেট সময় : ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ৪১৬ বার পড়া হয়েছে
৮৬৬টি পেশাদার ম্যাচ খেলার পর প্রথমবার লাল কার্ড দেখেছেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়ার। এই লাল কার্ডের শাস্তি হিসেবে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) জার্মান কাপে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে ‘অখেলোয়াড়সুলভ আচরণের’ জন্য সরাসরি লাল কার্ড দেখেন নয়ার। ম্যাচের দ্বিতীয়ার্ধে লাইনের বাইরে এসে লেভারকুসেনের খেলোয়াড় জেরেমি ফ্রিম্পংকে ফাউল করেন তিনি।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ডিএফবি এক বিবৃতিতে জানিয়েছে, নয়ারের এই নিষেধাজ্ঞা শুধুমাত্র জার্মান কাপের ম্যাচের জন্য প্রযোজ্য। তবে বায়ার্ন মিউনিখ এই মৌসুমে জার্মান কাপ থেকে বাদ পড়ায়, এই নিষেধাজ্ঞা আগামী মৌসুমে কার্যকর হবে।
৩৮ বছর বয়সী নয়ারের সঙ্গে বায়ার্নের বর্তমান চুক্তি এই মৌসুম শেষেই শেষ হতে যাচ্ছে। যদি তিনি ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন না করেন বা জার্মান লিগ ছেড়ে দেন, তবে এই নিষেধাজ্ঞা হয়তো আর কার্যকর হবে না।
উল্লেখ্য, নয়ার জার্মান ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এই লাল কার্ড তার দীর্ঘ ক্যারিয়ারের একটি বিরল ঘটনা।