ব্রাজিলকে হারিয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আর্জেন্টিনা
- আপডেট সময় : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
ব্রাজিল-আর্জেন্টিনার নাম শুনলেই সকলের চোখের সামনে ভেসে উঠে লিওনেল মেসি, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, আলভারেজদের বল পায়ে প্রতিপক্ষের গোলমুখে দৌড়ে যাওয়া। কিন্তু এ দুটি দেশ এবার আলাদা ভূমিকায় মাঠে আবির্ভূত হয়েছে। তারা ২২ গজের ব্যাট হাতে কারিকুরি দেখাতে মাঠে আবির্ভূত হয়েছে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে চলছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে সোমবার (১৬ ডিসেম্বর) নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয় তুলে নিয়েছে। তবে দল দুটি ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
উপ আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে খেলতে নামে আর্জেন্টিনা-ব্রাজিল। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করে আর্জেন্টিনা। ১০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৯৬ রানেই গুটিয়ে যায় ব্রাজিল ক্রিকেট দল। এতে ১১ রানের জয় পায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার দেয়া টার্গেটে খেলতে নেমে স্কোরবোর্ডে ৩১ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলে ব্রাজিল। দলীয় ৫৬ রানে মোহাম্মদ সালেমের বিদায়ের পরও জয়ের আশা দেখছিল ব্রাজিল। কেননা তখনও উইকেটে ছিলেন মাইকেল আসুনসাও। দলীয় ৮১ রানে আসুনসাও বিদায় নিলে হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৫ বল আগেই ৯৬ রানে থামে ব্রাজিলের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আর্জেন্টিনার। দলীয় সংগ্রহে ২৩ রান যোগ হতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। কিন্তু চতুর্থ উইকেটে অগাস্টিন রিভেরো ও আলেহান্দ্রো ফারগুসুন ৪৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ৭১ রানে অগাস্টিন ৪২ বলে ৩১ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। এরপর দলীয় ৯০ থেকে ৯৯ এই নয় রানে আরও ৩ উইকেট হারায় আর্জেন্টিনা। এতে করে ইনিংস বড় করতে পারেনি তারা। তবে শেষ দিকে লুকাস রোসির ২০ বলে ২০, আনজেলেত্তির ১১ ও মুস্তাফার ১০ রানে ভর করে ১০৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
এ জয়ের পরও বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে। কেননা তারা ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছিল। আগেই বলা হয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষ ৩ দল চলে যাবে পরবর্তী রাউন্ডে। অন্যদিকে ব্রাজিল আগেই বাদ পড়েছিল। আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে ৯ দলের মধ্যে তারা নবম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করলো।