কম্বল কিনতে ত্রাণ মন্ত্রণালয়ের ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কম্বল কিনতে ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, এই টাকা ৮টি বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলায় বিতরণ করা হবে, প্রতি উপজেলা পাচ্ছে ৩ লাখ টাকা।
এতে বলা হয়, বরাদ্দকৃত টাকা দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। জেলা প্রশাসকরা তাদের অধিক্ষেত্রের উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় করে শীতার্তদের মাঝে বিতরণ নিশ্চিত করবেন।
এই প্রক্রিয়া মনিটরিং এবং তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে যথাযথ নির্দেশনা প্রদান করা হয়েছে।