ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের রাখা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা বেশি হবে। তবে পুনঃতদন্তের বিষয়ে এখনও নিশ্চিত না।’

তিনি বলেন, ‘বিডিআর বিদ্রোহে ন্যায় বিচার করতে বদ্ধপরিকর সরকার।’

এর আগে গত রোববার (১৫ ডিসেম্বর) বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত কমিটি করা হবে না বলে হাইকোর্টকে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর বিদ্রোহে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা বিচারাধীন থাকায় আপাতত তদন্ত কমিটি করার প্রয়োজন মনে করেনি মন্ত্রণালয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা মামলায় ৮৫০ জনের ২০১৩ সালের ৫ নভেম্বর বিচার করা হয়। রায়ে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আর খালাস পান ২৭৮ জন। ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে যাবজ্জীবন সাজা দেয়া হয় ১৮৫ জনকে।

আরও ২২৮ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান ২৮৩ জন। গেলো সেপ্টেম্বরে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

নিউজটি শেয়ার করুন

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের রাখা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা বেশি হবে। তবে পুনঃতদন্তের বিষয়ে এখনও নিশ্চিত না।’

তিনি বলেন, ‘বিডিআর বিদ্রোহে ন্যায় বিচার করতে বদ্ধপরিকর সরকার।’

এর আগে গত রোববার (১৫ ডিসেম্বর) বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত কমিটি করা হবে না বলে হাইকোর্টকে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর বিদ্রোহে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা বিচারাধীন থাকায় আপাতত তদন্ত কমিটি করার প্রয়োজন মনে করেনি মন্ত্রণালয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা মামলায় ৮৫০ জনের ২০১৩ সালের ৫ নভেম্বর বিচার করা হয়। রায়ে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আর খালাস পান ২৭৮ জন। ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে যাবজ্জীবন সাজা দেয়া হয় ১৮৫ জনকে।

আরও ২২৮ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান ২৮৩ জন। গেলো সেপ্টেম্বরে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন চেয়ে হাইকোর্টে রিট করা হয়।