ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ফোর্সের প্রধানকে হত্যার দায় স্বীকার ইউক্রেনের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ফোর্সের ইনচার্জ লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে বোমা বিস্ফোরণে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কোয় ইউক্রেনের প্রধান গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর একটি বিশেষ অভিযানে তাকে হত্যা করা হয়। গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। সূত্রটি জানিয়েছে, কিরিলোভকে একজন যুদ্ধাপরাধী ও সর্বোচ্চ বৈধ টার্গেট হিসেবে বিবেচনা করে কিয়েভ। তিনিই ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কথিত নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে দাবি ইউক্রেনের।

সূত্রটি জানিয়েছে, রাশিয়ার রেডিয়েশন ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধানকে নির্মূল করা এসবিইউ-এর কাজ। মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টের একটি ভবনে কিরিলোভ ও তার সহকারী প্রবেশ করলে তাদের স্কুটারে বিস্ফোরক যন্ত্র লুকিয়ে রাখা হয়। পরে সেটি বিস্ফোরিত হয়ে তারা দুজনই নিহত হয়।

এদিকে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিস্ফোরক ডিভাইজে ৩০০ গ্রামের টিএনটি বিস্ফোরক দ্রব্য ছিল। দেশটির একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি ভবনের প্রবেশ মুখ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এবং এর পাশেই রক্তমাখা তুষারের কাছে দুটি মরদেহ পড়ে আছে।

কিরিলোভ রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। সোমবার তাকে কিয়েভে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারে অভিযোগে অভিযুক্ত করেন ইউক্রেনের প্রসিকিউটরা। এ ছাড়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের কথিত ব্যবহারের জন্য যুক্তরাজ্য গত অক্টোবরে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ফোর্সের প্রধানকে হত্যার দায় স্বীকার ইউক্রেনের

আপডেট সময় : ০৫:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ফোর্সের ইনচার্জ লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে বোমা বিস্ফোরণে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কোয় ইউক্রেনের প্রধান গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর একটি বিশেষ অভিযানে তাকে হত্যা করা হয়। গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। সূত্রটি জানিয়েছে, কিরিলোভকে একজন যুদ্ধাপরাধী ও সর্বোচ্চ বৈধ টার্গেট হিসেবে বিবেচনা করে কিয়েভ। তিনিই ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কথিত নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে দাবি ইউক্রেনের।

সূত্রটি জানিয়েছে, রাশিয়ার রেডিয়েশন ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধানকে নির্মূল করা এসবিইউ-এর কাজ। মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টের একটি ভবনে কিরিলোভ ও তার সহকারী প্রবেশ করলে তাদের স্কুটারে বিস্ফোরক যন্ত্র লুকিয়ে রাখা হয়। পরে সেটি বিস্ফোরিত হয়ে তারা দুজনই নিহত হয়।

এদিকে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিস্ফোরক ডিভাইজে ৩০০ গ্রামের টিএনটি বিস্ফোরক দ্রব্য ছিল। দেশটির একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি ভবনের প্রবেশ মুখ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এবং এর পাশেই রক্তমাখা তুষারের কাছে দুটি মরদেহ পড়ে আছে।

কিরিলোভ রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। সোমবার তাকে কিয়েভে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারে অভিযোগে অভিযুক্ত করেন ইউক্রেনের প্রসিকিউটরা। এ ছাড়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের কথিত ব্যবহারের জন্য যুক্তরাজ্য গত অক্টোবরে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।