অস্কারে হতাশ করলো ‘লাপাতা লেডিস’
- আপডেট সময় : ১২:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৮ বার পড়া হয়েছে
এ বছর কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে সবার নজর সেদিকেই ছিল। তবে ভারতীয় সিনেমাপ্রেমীদের হতাশ করলো ‘লাপাতা লেডিস’। অস্কারের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে পড়ল সিনেমাটি। ‘লাপাতা লেডিস’ নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। সেই স্বপ্ন অধারাই রয়ে গেল।
অস্কারের ১০টি বিভাগে চূড়ান্ত ১৫টি তালিকায় নাম নেই ‘লাপাতা লেডিস’-এর। এমনকি ‘পুতুল’ ছবির জন্য গাওয়া ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটিও নির্বাচিত হয়নি অস্কারের সংক্ষিপ্ত তালিকায়। তবে এই হতাশার মধ্যে আশা জোগাচ্ছে একটি ভারতীয় সিনেমা। লাইফ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নাম রয়েছে ভারতীয় সিনেমা ‘অনুজা’র।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভারতীয় ‘অনুজা’র। সিনেমাটি প্রযোজনা করেছেন গুণীত মঙ্গা কাপুর। অভিনয় করেছেন নাগেশ ভোঁসলের মতো অভিনেতা। পোশাক শিল্পে শিশুশ্রমিককে বিষয়বস্তু করে তৈরি হয়েছে এটি।
এদিকে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ-এর চূড়ান্ত ১৫ তালিকা থেকে কিরণ রাও-এর ‘লাপাতা লেডিস’ ছিটকে গেলেও এ বিভাগে আশার আলো দেখাচ্ছে অন্য একটা হিন্দি ভাষার সিনেমা ‘সন্তোষ’। যদিও এই সিনেমাটির নাম জমা পড়েছে ইউনাইটেড কিংডম থেকে।