ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ন্যাটোর কাছে হস্তান্তর করা হয়েছে। ন্যাটোর সদর দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দায়িত্ব হস্তান্তরের ফলে ইউক্রেন যুদ্ধে ন্যাটো আরও সক্রিয় ও প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। ন্যাটোর নতুন মিশন, "ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন" (নেসাতু), জার্মানির উইসবাডেনে মার্কিন সামরিক ঘাঁটি ক্লে ব্যারাকসে অবস্থিত।
ন্যাটোর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইড পাওয়ারস ইউরোপ (শেপ) জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়া শুরু করেছে। নেসাতুর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা আরও সুসংগঠিত হবে।
যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা ও ন্যাটোর সুপ্রিম কমান্ডার জেনারেল ক্রিস্টোফার জি ক্যাভোলি বলেছেন, "ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখতে নেসাতু গঠন করা হয়েছে। এটি ইউক্রেন এবং ন্যাটোর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।"
এর আগে, ইউক্রেনের সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৫০টি দেশের একটি অ্যাডহক জোটের কাছে, যা "রামস্টেইন গ্রুপ" নামে পরিচিত। এই জোটের প্রথম বৈঠক জার্মানির রামস্টেইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হওয়ায় এ নাম দেওয়া হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান অনিশ্চয়তা তৈরি করেছে। ট্রাম্প ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা কীভাবে প্রভাবিত হবে, তা নিয়ে কূটনীতিকরা সন্দিহান। ট্রাম্প ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার বিরোধী এবং যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেননি।