নতুন মামলায় আইনজীবী সাইফুল হত্যার ১০ আসামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাসসহ ১০ জনকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ (বুধবার, ১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাদের চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয়।
শুনানি শেষে ১০ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এরা ১০ জনই প্রত্যক্ষভাবে জড়িত। নগরীর কোতয়ালি থানায় বিস্ফোরক আইনে এ মামলা করেছেন নিহত আইনজীবী আলিফের ভাই খানে আলম।
আইনজীবীরা জানান, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই ঘটনায় পুলিশের পাশাপাশি নিহতের ভাই আরেকটি মামলা দায়ের করেন। এ ১০ আসামী আগের মামলায় গ্রেপ্তার ছিলেন। আজ দ্বিতীয় মামলায় গ্রেপ্তার দেখানো হলো। আজ থেকে এ মামলাটির কার্যক্রমও একইসাথে শুরু হবে।