ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা এবং তুরাগ নদীর দক্ষিণ ও পশ্চিম এলাকায় সব সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি :::: রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দু'পক্ষের সংঘর্ষরাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দু'পক্ষের সংঘর্ষ :::: বেনাপোল সীমান্তে ২ জনের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি বিএসএফের পিটুনিতে মৃত্যু

‘নির্বাচন দিতে ৬ মাসের বেশি সময় লাগার কথা না’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ৩৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কড়াইল কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। ভোটের জন্য সবাই অপেক্ষা করছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে।’

গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে। দোসরদের পালাতে যারা সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করতে হবে।’

এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানে এ ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক।

এসময় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশাসনের ব্যর্থতা ছিল বলে দাবি করেন তিনি। বলেন, এ ক্ষেত্রে আরো সতর্ক থাকা উচিত ছিলো।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে সংসদ নির্বাচনের আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ভোট হবে।

একই দিন আরেক অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

‘নির্বাচন দিতে ৬ মাসের বেশি সময় লাগার কথা না’

আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কড়াইল কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। ভোটের জন্য সবাই অপেক্ষা করছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে।’

গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে। দোসরদের পালাতে যারা সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করতে হবে।’

এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানে এ ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক।

এসময় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশাসনের ব্যর্থতা ছিল বলে দাবি করেন তিনি। বলেন, এ ক্ষেত্রে আরো সতর্ক থাকা উচিত ছিলো।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে সংসদ নির্বাচনের আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ভোট হবে।

একই দিন আরেক অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।