উপলক্ষ রাজ কাপুরের ১০০ বছর। তাকে ঘিরেই নাকি ঝগড়া সাইফ আলী খান ও রণবীর কাপুরের! ছবিশিকারিরা এই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েন? দেখতে দেখতে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিড়িও। ব্যস, শ্যালক-জামাইয়ের ঝগড়া দেখতে নেটিজেনদের ভিড়।
মন্তব্য বাক্সেও নানান জনের নানা মত। প্রকৃত ঘটনা কী? সদ্য প্রযোজক-পরিচালক-অভিনেতার ১০০তম বর্ষপূর্তি পেরিয়েছে। সেখানে পরিবারের সমস্ত সদস্য একজোট। রণধীর কাপুর-ববিতা থেকে আলিয়া ভাট, রাহা— প্রত্যেকে ছিলেন। একই ভাবে নিমন্ত্রিত ছিলেন কারিনা কাপুর-সাইফ আলী খান। সকলেরই হাসিমুখ, দেদার হইচই। সংবাদিকেরাও উপস্থিত রাজ কাপুরকে ঘিরে তাঁদের বক্তব্য জানতে। সেখানেই কথা বলতে দেখা যায় রণবীর-সাইফকে।
আড্ডার পাশাপাশি প্রয়াত অভিনেতার নানা স্বাদের ছবিও দেখানোর আয়োজন করেছিল কাপুর পরিবার। ফাঁস হওয়া ভিডিও অনুযায়ী, রণবীর সেই দিকে বারবার নিয়ে যেতে চাইছিলেন সাইফকে।
এ দিকে অভিনেতা অন্যদের সঙ্গে আড্ডায় মশগুল। সঙ্গে সঙ্গে সেই স্থান ছেড়ে যেতে নারাজ। এ দিকে রণবীরও জামাইবাবুকে নিয়েই যাবেন। একটা সময়ের পরে স্পষ্ট বিরক্তি দেখান সাইফ। সেই বিরক্তি চোখেমুখে ছাপিয়ে কণ্ঠস্বরেও স্পষ্ট। তিনি রণবীরকে সাফ বলেন, “ঠিক আছে”। তার পরেই ফের মেতে ওঠেন গল্পগুজবে। এই ঘটনা নিয়েই আপাতত জোর চর্চা চলছে বলিউডের অন্দরে। যদিও অনুষ্ঠান মিটে যাওয়ার পর বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি কাপুর পরিবার বা পতৌদি পরিবার।