সব ষড়যন্ত্রের জবাব দেয়ার হুঁশিয়ারি তারেক রহমানের

- আপডেট সময় : ১০:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে

স্বৈরাচার পতনের মধ্য দিয়ে টেকব্যক বাংলাদেশ স্লোগানের প্রথম অধ্যায় সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে একত্রিশ দফার সফল বাস্তাবায়নের মধ্য দিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্রের জবাব দেয়া হবে বলেও জানান তিনি। বুধবার তিন জেলার প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বাড়াতে বুধবার টাঙ্গাইল জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরের নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এতে তৃণমূলের নেতাদের নানা প্রশ্নের উত্তর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, আগামীর নির্বাচন সবার জন্য কঠিন চ্যালেঞ্জ। বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে। এই আস্থাকে ধরে রাখতে হলে বিএনপিকেও মানুষের কাছে যেতে হবে। তাদের আশা আকাঙ্খা বুঝতে হবে।
স্বৈরাচার সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করেও বিএনপি এতো বছর জনগণের পক্ষে কথা বলে এসেছে। কিছু মানুষের জন্য সেই সফলতা যাতে নষ্ট না হয় দিকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
বাংলাদেশকে নিয়ে দেশী বিদেশী যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে ৩১ দফার সফল বাস্তবায়ন করা গেলেই তাদের ষড়যন্ত্রে জবাব দেয়া হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ৩১ দফা ছড়িয়ে দিতে এবং তাদের সমর্থন অর্জনের জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশও দেন তারেক রহমান।