‘সিরিয়ায় বিদ্রোহীদের দ্বন্দ্ব শেষ হয়নি’
- আপডেট সময় : ০১:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করলেও সিরিয়ায় দুই পক্ষের বিদ্রোহীদের দ্বন্দ্ব এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটিতে জাতিসংঘের বিশেষ দূত গিয়ার পেডারসেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি এ কথা বলেন।
বাশার আল-আসাদের পতনের পর থেকে তুরস্কের সহায়তাপুষ্ট বিদ্রোহীদের জোট সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ) এবং যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) নিজেদের মধ্যে লড়াই করে আসছিল। তাদের এই সংঘর্ষের মধ্যে এই মন্তব্য করলেন জাতিসংঘের দূত।
পেডারসন বলেন, সম্প্রতি একটি যুদ্ধবিরতি সম্পাদিত হলেও সামরিক উত্তেজনা বৃদ্ধি আগামীতে ধ্বংসাত্মক রূপ নিতে পারে।
১৩ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী ও জোটকে সহায়তা দিয়ে আসছে। এসডিএফ এসব জোটের মধ্যে অন্যতম। এদের সঙ্গে যৌথভাবে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াই পরিচালনা করছে দেশটি। এসডিএফের মধ্যে ওয়াইপিজি সবচেয়ে বেশি প্রভাবশালী। তুরস্ক ওয়াইপিজি-কে নিজ দেশে ৪০ বছর ধরে তৎপর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শাখা মনে করে। তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়ে সশস্ত্র রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেডারসেনের বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, উত্তর সিরিয়ায় যুদ্ধবিরতির মেয়াদ এই সপ্তাহের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।