ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

উইন্ডিজ সিরিজ না খেললেও এনসিএলে ঠিকই খেলছেন শান্ত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনজুরির কারণে খেলছেন না উইন্ডিজ সিরিজে, অথচ এনসিএলে ঠিকই টানা ম্যাচ খেলে যাচ্ছেন টাইগারদের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরোয়া নাকি জাতীয় দল, কোনটা গুরুত্বপূর্ণ? ক্রিকেট মহলে তৈরি হয়েছে এমন প্রশ্ন। তবে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক মনে করেন, ঝুঁকি না নিতেই চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে শান্তকে।

সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাচ সেরা ইনিংস খেলে চোটে পড়েছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকে।

শান্ত যখন গ্রোয়েন ইনজুরিতে দলের বাইরে, তখন মাঠে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল যাচ্ছে তাই। আফগানদের সাথে ওয়ানডে সিরিজ হার, একই ফরম্যাটে ক্যারিবিয়ান দ্বীপে হোয়াইটওয়াশ। যেন শান্ত-মুশফিক কিংবা হৃদয়দের ইনজুরি মাঠ এবং মাঠের বাইরে বিধ্বস্ত করেছে পুরো দলের মনোবল।

বাংলাদেশ দল ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তবে সেখানে যোগ দেননি অধিনায়ক শান্ত। বরং বেছে নিয়েছেন এনসিএল টি-টোয়েন্টি। খেলছেন একের পর এক ম্যাচ। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ১২০ এর বেশি স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ৯০ রান। তবে এখানেও উঠেছে প্রশ্ন, জাতীয় দলে যোগ না দিয়ে কেন এনসিএলে নাজমুল শান্ত?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, এখানে আসলে ট্রাই করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে নিলে খেলতে হবে। এখানে আসলে তাকে চাইলে আমরা মাঠ থেকে উঠিয়ে নিয়ে আসতে পারবো।

নির্বাচকের কথায় পরিষ্কার, ক্যাপ্টেনকে নিয়ে ঝুঁকি নেয়ার সাহস করেনি ক্রিকেট বোর্ড। সিলেটে নিয়মিত অনুশীলনে ব্যস্ত থাকা শান্তকে দেখে অবশ্য মনে হয়েছে হালের টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে মানিয়ে নিতেই করছেন বাড়তি পরিশ্রম।

২০১৯ সালে অভিষেক হওয়া শান্ত গেল পাঁচ বছরে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ৪৯টি। ১০৮ স্ট্রাইকরেট আর ২২ এভারেজে মোট রান ৯৬০। এমন সাদামাটা ক্যারিয়ারকে রঙিন করতে বাড়তি পরিশ্রমই তো বেশি জরুরি।

নিউজটি শেয়ার করুন

উইন্ডিজ সিরিজ না খেললেও এনসিএলে ঠিকই খেলছেন শান্ত

আপডেট সময় : ০১:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ইনজুরির কারণে খেলছেন না উইন্ডিজ সিরিজে, অথচ এনসিএলে ঠিকই টানা ম্যাচ খেলে যাচ্ছেন টাইগারদের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরোয়া নাকি জাতীয় দল, কোনটা গুরুত্বপূর্ণ? ক্রিকেট মহলে তৈরি হয়েছে এমন প্রশ্ন। তবে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক মনে করেন, ঝুঁকি না নিতেই চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে শান্তকে।

সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাচ সেরা ইনিংস খেলে চোটে পড়েছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকে।

শান্ত যখন গ্রোয়েন ইনজুরিতে দলের বাইরে, তখন মাঠে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল যাচ্ছে তাই। আফগানদের সাথে ওয়ানডে সিরিজ হার, একই ফরম্যাটে ক্যারিবিয়ান দ্বীপে হোয়াইটওয়াশ। যেন শান্ত-মুশফিক কিংবা হৃদয়দের ইনজুরি মাঠ এবং মাঠের বাইরে বিধ্বস্ত করেছে পুরো দলের মনোবল।

বাংলাদেশ দল ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তবে সেখানে যোগ দেননি অধিনায়ক শান্ত। বরং বেছে নিয়েছেন এনসিএল টি-টোয়েন্টি। খেলছেন একের পর এক ম্যাচ। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ১২০ এর বেশি স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ৯০ রান। তবে এখানেও উঠেছে প্রশ্ন, জাতীয় দলে যোগ না দিয়ে কেন এনসিএলে নাজমুল শান্ত?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, এখানে আসলে ট্রাই করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে নিলে খেলতে হবে। এখানে আসলে তাকে চাইলে আমরা মাঠ থেকে উঠিয়ে নিয়ে আসতে পারবো।

নির্বাচকের কথায় পরিষ্কার, ক্যাপ্টেনকে নিয়ে ঝুঁকি নেয়ার সাহস করেনি ক্রিকেট বোর্ড। সিলেটে নিয়মিত অনুশীলনে ব্যস্ত থাকা শান্তকে দেখে অবশ্য মনে হয়েছে হালের টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে মানিয়ে নিতেই করছেন বাড়তি পরিশ্রম।

২০১৯ সালে অভিষেক হওয়া শান্ত গেল পাঁচ বছরে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ৪৯টি। ১০৮ স্ট্রাইকরেট আর ২২ এভারেজে মোট রান ৯৬০। এমন সাদামাটা ক্যারিয়ারকে রঙিন করতে বাড়তি পরিশ্রমই তো বেশি জরুরি।